আপনিই কি হ্যাকার হতে চান তাহলে এই গুলি আপনার জানা উচি।
কিভাবে হ্যাকার হবেন, হ্যাকিং শিখতে শেখার কী দরকার?আজকের বিষয় কিছুটা আলাদা, কিভাবে হ্যাকার হব? আপনি হ্যাকার হয়ে উঠতে আগ্রহী? আপনি কি জানেন হ্যাকার কী বা হ্যাকার কী কাজ করে? আপনি এই নিবন্ধ থেকে অনেক বছরের উত্তর পাবেন।
1.Basic computer skills হ্যাকার হওয়ার জন্য কম্পিউটারের প্রাথমিক দক্ষতা থাকতে হবে। আপনি যদি কখনও কম্পিউটার ব্যবহার না করেন তবে প্রথমে আপনাকে কম্পিউটার সম্পর্কিত ছোট ছোট জিনিস যেমন কম্পিউটার অন, ইন্টারনেট ব্যবহার, কীবোর্ড ব্যবহার এবং অপারেটিং সিস্টেম সম্পর্কে শিখতে হবে।
কম্পিউটারের প্রাথমিক দক্ষতায় আপনাকে ডস কমান্ড সম্পর্কেও শিখতে হবে। তার কাজ কী, এটি কীভাবে ব্যবহার করা যায় ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে হবে।
প্রথমে বলবো হ্যাকার হতে চাইলে সর্বপ্রথম আপনাকে পৌগ্রামিং লাংগুয়েজ শিখতে হবে।পৌগ্রামিং লাংগুয়েজ কি যদি না জানা থাকে।
পৌগ্রামিং লাংগুয়েজ মানে কম্পিউটারের ভাষা, হ্যাকারের ফেরিট ভাষা হল পাইথন লাংগুয়েজ,পাইথন সবথেকে আশান্ ভাষা।
হ্যাকার হতে হলে কি কি ভাষা শিখতে হবে ।
হ্যাকার হতে আপনাকে (AVASCIRPT)জাভাসক্রীপট জাভাসক্রীপট ওয়েবসাইটের বাকেন্ট ও ফন্টনের
পরিচালিত করতে পারে । তার পর আপনাকে শিখতে হবে জাভা (JAVa)একটি অসাধারণ পৌগ্রামিং লাংগুয়েজ এটি দিয়ে মুবাইল এপলিকাশন তৈরী করা যাই।এরপর শিখতে হবে Html হাইপার টেক্সট মার্কাপ লাংগুয়েজ । এটি website তৈরী করা হয় । এরপর শিখতে হবে এস কিউ এল (MYSQL DSTABASE)
এটি একটি অসাধারণ লাংগুয়েজ এটা আপনাকে শিখতেই হবেই কেন এতে সমস্ত EMAIL,OSSWORD,ID যত TADAসব এর ভিতরে থাকে। এরমধ্যে আরো অনেক যেমন php এটি একটি সার্ভর সাইট এই পৌগ্রামিং লাংগুয়েজ আপনাকেই শিখতে হবে তবেই হ্যাকার হতে পারবে ।যদি পারেন ত আরও অনেক বেশি বেশি শিখবে।
হ্যাকিং কি সঠিক নাকি ভুল?
হ্যাকারদের কম্পিউটার সম্পর্কে প্রচুর জ্ঞান থাকে, যা তারা অন্যকে ক্ষতিগ্রস্থ করতে ব্যবহার করে। এটি করা একেবারেই ভুল এবং যদি তারা ধরা পড়ে তবে তাদের এর জন্য শাস্তি দেওয়া যেতে পারে।
তবে প্রতিবার হ্যাকিং ভুল নয়। এমন কিছু হ্যাকারও রয়েছে যারা অন্যকে সাহায্য করার জন্য হ্যাকিং করে, তারা তাদের প্রতিভার সদ্ব্যবহার না করে অন্যকে সহায়তা করে।
যে হ্যাকাররা তাদের জমির জন্য হ্যাকিং করছে তারা ভুল এবং যে হ্যাকাররা নিজেরাই হ্যাক করছে তারা অন্যরা নয় ঠিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন