গান বাজনা ইসলামে হারাম
মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞ লোকদের আল্লাহর পথ হতে বিচ্যুত করার জন্য অসার বাক্য ক্রয় করে[১] এবং আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে।[২] ওদেরই জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। [৩]
[১] সৌভাগ্যবান মানুষরা আল্লাহর কিতাব দ্বারা পথপ্রাপ্ত হন এবং তা শ্রবণ করে উপকৃত হন। তাঁদের কথা উল্লেখের পর ঐ সকল দুর্ভাগ্যবানদের কথা উল্লেখ করা হচ্ছে, যারা আল্লাহর কুরআন শ্রবণ করা থেকে দূরে থাকে, বরং গান-বাজনা ইত্যাদি খুব একাগ্রতার সাথে শোনে এবং তাতে বড় আগ্রহী হয়। এখানে 'ক্রয় করা'র অর্থ হচ্ছে, গান-বাজনার সামগ্রী (ক্রয় করে) নিজেদের ঘরে নিয়ে আসে এবং তৃপ্তি সহকারে তার সুর ও ঝংকার উপভোগ করে। لَهوَ الحَدِيث (অসার বাক্য) বলতে গান-বাজনা ও তার সামগ্রী, বাঁশি এবং ঐ সকল যন্ত্র যা মানুষকে আল্লাহর স্মরণ থেকে উদাস করে দেয়। কেচ্ছা-কাহিনী, রূপকথা, উপকথা, নাটক, উপন্যাস, অশ্লীল ও সেক্সী পত্র-পত্রিকা এবং বর্তমানের রেডিও, অডিও, টিভি, সিডি, ভিসিয়ার, ভিসিপি, ডিভিডি এবং ভিডিও ফিল্ম ইত্যাদিও এর মধ্যে পড়ে। নবী (সাঃ)-এর যুগে অনেকে গায়িকা ক্রীতদাসী এই উদ্দেশ্যে ক্রয় করত যে, যাতে সে গান শুনিয়ে লোকেদের মন জয় করতে এবং কুরআন ও ইসলাম থেকে দূরে রাখতে পারে। এই অর্থে গায়ক-গায়িকা ও নায়ক-নায়িকাও এসে যায়। বর্তমানে যাদেরকে শিল্পী, ফিল্মী তারকা, সাংস্কৃতিক, না জানি আরো কত রকম সভ্য, চিত্তাকর্ষী এবং মন-মাতানো নামে অভিহিত করা হয়! [২] এই সকল বস্তুর মাধ্যমে অবশ্যই মানুষ আল্লাহর পথ থেকে ভ্রষ্ট হয়ে যায় এবং দ্বীনকে ঠাট্টা-বিদ্রূপের নিশানা বানায়। [৩] এ সবের পৃষ্ঠপোষক ও উৎসাহদাতা সরকার, প্রতিষ্ঠান বা কারখানার মালিক, পত্র-পত্রিকার সম্পাদক, লেখক বা রচয়িতা এবং সংযোজক ও পরিচালকরাও এই কঠোর শাস্তির ভাগী হবে। (আল্লাহ আমাদের তা থেকে পরিত্রাণ দিন।)
Some of the people buy vain words to divert the ignorant from the path of Allah [1] and make fun of the path shown by Allah. [2] For them there is a humiliating punishment. [3]
[1] Fortunate people are guided by the Book of God and benefit from hearing it. After mentioning them, we are talking about those unfortunates who stay away from listening to the Qur'an of Allah, but listen to music with great concentration and become very interested in it. Here 'purchasing' means bringing (buying) musical instruments to one's home and enjoying its melody and jingle with satisfaction. لَهوَ الحَدِيث (vain sentence) means music and its instruments, flute and all those instruments which make people bored with the remembrance of Allah. These include fairy tales, fairy tales, legends, dramas, novels, pornographic and sexy magazines and current radio, audio, TV, CD, VC, VCP, DVD and video films. In the time of the Prophet (peace be upon him) many singers used to buy slaves for the purpose of winning the hearts of the people and keeping them away from the Qur'an and Islam. In this sense, singers and heroes also come. Nowadays those who are called artists, film stars, cultural, I don't know how many more civilized, attractive and mind-blowing names are called! [2] Through all these things, man must deviate from the path of Allah and make the religion a target of ridicule. [3] The patrons and promoters of all this are the government, the owners of institutions or factories, the editors of newspapers, the writers or authors, and the coordinators and directors. (May Allah save us from it.)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks