তোমরা সকলে আল্লাহর রশি (ধর্ম বা কুরআন)কে শক্ত করে ধর[১] এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।[২] তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহকে স্মরণ কর; তোমরা পরস্পর শত্রু ছিলে, তিনি তোমাদের হৃদয়ে প্রীতির সঞ্চার করলেন। ফলে তোমরা তাঁর অনুগ্রহে পরস্পর ভাই-ভাই হয়ে গেলে। তোমরা অগ্নিকুন্ডের (দোযখের) প্রান্তে ছিলে, অতঃপর তিনি (আল্লাহ) তা হতে তোমাদেরকে উদ্ধার করেছেন। এরূপে আল্লাহ তোমাদের জন্য তাঁর নিদর্শন স্পষ্টভাবে বিবৃত করেন, যাতে তোমরা সৎপথ পেতে পার।
[১] আল্লাহকে ভয় করার কথা বলার পর 'তোমরা সকলে আল্লাহর রশিকে শক্ত করে ধর'এর আদেশ দিয়ে এ কথা পরিষ্কার করে দিলেন যে, মুক্তিও রয়েছে এই দুই মূল নীতির মধ্যে এবং ঐক্য প্রতিষ্ঠিত হতে ও থাকতে পারে এই মূল নীতিরই ভিত্তিতে। [২] وَلاَ تَفَرَقُّوا "পরস্পর বিচ্ছিন্ন হয়ো না" এর মাধ্যমে দলে দলে বিভক্ত হওয়া থেকে নিষেধ করা হয়েছে। অর্থাৎ, উল্লিখিত দু'টি মূল নীতি থেকে যদি তোমরা বিচ্যুত হয়ে পড়, তাহলে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং ভিন্ন ভিন্ন দলে তোমরা বিভক্ত হয়ে যাবে। বলাই বাহুল্য যে, বর্তমানে দলে দলে বিভক্ত হওয়ার দৃশ্য আমাদের সামনেই রয়েছে। কুরআন ও হাদীস বোঝার এবং তার ব্যাখ্যা ও বিশ্লেষণ নিয়ে পারস্পরিক কিছু মতপার্থক্য থাকলেও তা কিন্তু দলে দলে বিভক্ত হওয়ার কারণ নয়। এ ধরনের বিরোধ তো সাহাবী ও তাবেঈনদের যুগেও ছিল, কিন্তু তাঁরা ফির্কাবন্দী সৃষ্টি করেননি এবং দলে দলে বিভক্ত হয়েও যাননি। কারণ, তাঁদের মধ্যে মতপার্থক্য থাকলেও সকলের আনুগত্য ও আকীদার মূল কেন্দ্র ছিল একটাই। আর তা হল, কুরআন এবং হাদীসে রসূল (সাঃ)। কিন্তু যখন ব্যক্তিত্বের নামে চিন্তা ও গবেষণা কেন্দ্রের আবির্ভাব ঘটল, তখন আনুগত্য ও আকীদার মূল কেন্দ্র পরিবর্তন হয়ে গেল। আপন আপন ব্যক্তিবর্গ এবং তাদের উক্তি ও মন্তব্যসমূহ প্রথম স্থান দখল করল এবং আল্লাহ ও তাঁর রসূলের উক্তিসমূহ দ্বিতীয় স্থানের অধিকারী হল। আর এখান থেকেই মুসলিম উম্মাহর মাঝে পারস্পরিক বিচ্ছিন্নতা শুরু হল; যা দিনে দিনে বাড়তেই লাগল এবং বড় শক্তভাবে বদ্ধমূল হয়ে গেল।
অবশ্যই যারা ধর্ম সম্বন্ধে নানা মতের সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে[১] তাদের কোন কাজের দায়িত্ব তোমার নেই, তাদের বিষয় আল্লাহর এখতিয়ারভুক্ত। তিনিই তাদের কৃতকর্ম সম্বন্ধে তাদেরকে অবহিত করবেন।
১] এ থেকে কেউ কেউ ইয়াহুদী ও খ্রিষ্টানদের বুঝিয়েছেন। তারা বিভিন্ন দলে বিভক্ত ছিল। কেউ কেউ এ থেকে মুশরিকদের বুঝিয়েছেন। কিছু মুশরিক ফিরিশতাদের, কিছু তারকারাজির এবং কিছু বিভিন্ন মূর্তির পূজা করত। তবে এ আয়াত ব্যাপক। কাফের ও মুশরিকরা সহ সেই সমস্ত লোকই এর আওতাভুক্ত, যারা আল্লাহর দ্বীন এবং রাসূলুল্লাহ (সাঃ)-এর তরীকা ত্যাগ করে অন্য দ্বীন বা তরীকা গ্রহণ করে বিচ্ছিন্নতা ও দলাদলির পথ অবলম্বন করে। شِيَعًا এর অর্থ, বিভিন্ন দল। আর এ কথা এমন সকল সম্প্রদায়ের ক্ষেত্রেও প্রযোজ্য, যারা দ্বীনের ব্যাপারে ঐক্যবদ্ধ ছিল পরে তাদের বিভিন্ন ব্যক্তিবর্গ নিজেদের বুযুর্গদের মতকেই নির্ভরযোগ্য এবং সেটাকেই শেষ সিদ্ধান্ত গণ্য করে নিজেদের পথ পৃথক করে নিয়েছে, যদিও সে মত সত্য ও সঠিকতার বিপরীত। (ফাতহুল ক্বাদীর)
All of you hold fast to the rope of Allah (religion or Qur'an) [1] and do not be separated from each other. [2] Remember Allah's grace towards you; You were enemies to each other, and He made love in your hearts. So you became brothers by His grace. You were on the brink of the Fire, and He saved you from it. Thus does Allah make clear to you His communications that you may be guided aright.
[1] After speaking of fearing Allah, he made it clear by ordering all of you to "hold fast to the rope of Allah" that there is liberation between these two basic principles and that unity can be established on the basis of this basic principle. [2] وَلاَ تَفَرَقُّوا It is forbidden to be divided into groups by "Do not be separated from each other". That is, if you deviate from the two basic principles mentioned, you will be separated from each other and you will be divided into different groups. Needless to say, we now have the scene of being divided into groups. Although there are some differences of opinion regarding the understanding of the Qur'an and the Hadith and its interpretation and analysis, it is not a reason to be divided into groups. Such disputes existed even in the time of the Companions and the Tabi'een, but they did not create sectarianism and did not become divided into factions. Because, even though there were differences of opinion between them, the main center of allegiance and belief was the same. And that is, the Prophet (peace be upon him) in the Qur'an and Hadith. But when the center of thought and research emerged in the name of personality, the core center of allegiance and belief changed. Their personalities and their sayings and comments took the first place and the sayings of Allah and His Messenger took the second place. And from here began the mutual separation among the Muslim Ummah; Which grew day by day and became very firmly rooted.
Of course, those who have created different opinions about religion and are divided into different groups [1], you have no responsibility for their work, their affairs are under the jurisdiction of Allah. He will inform them of what they used to do.
1] From this some have understood Jews and Christians. They were divided into different groups. Some have explained this to the mushriks. Some polytheists worshiped angels, some worshiped stars, and some worshiped idols. However, this verse is extensive. It includes those who abandon the religion of Allah and the way of the Prophet (peace be upon him) and adopt the path of separatism and factionalism, including the disbelievers and the polytheists. شِيَعًا means, different groups. This also applies to all those communities which were united in the matter of religion, after which their various personalities have relied on the opinion of their elders as their final decision and have taken their own path, even though it is contrary to truth and correctness. (Fathul Qadir)
Mizanur Rahman
Md. Mizanur Rahman
Rahman image
Rahman Baba
Technodreams Software Consulting Pvt Ltd Bangalore
Briscon Software Consulting Pvt. Ltd.
ERP Software Consulting Pvt. Ltd.
Keros Software Consulting Pvt. Ltd.
Hitachi Consulting Software Services India Pvt
Hitachi Consulting Software Services Pvt
Ideas Software & Consulting Pvt. Ltd.
Ni Erp Software Consulting Pvt. Ltd.
Paperboard
Carton
Paperboard coasters
Paperboard prices
Paperboard cartons
Paperboard prices
Recycled paperboard
Paperboard Mills
Carton
Printed carton
Paperboard cartons
Cardboard supplier
Box carton
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks