পৃষ্ঠাসমূহ
▼
পৃষ্ঠাসমূহ
▼
কুরবানী
কুরবানী
আসসালামুয়ালাইকুম
এ বছর আর্থিক সমস্যার কারনে অনেক পরিবারই
কোরবানি দিতে পারবেনা
অনেক পরিবার লজ্জা ও সংকোচের মধ্যে থাকবে।
তাই অত্যন্ত ফোনে বা ম্যাসেজে কাউকে জিজ্ঞাসা করবেন না;
১. কোরবানি দিচ্ছে কিনা?
২. গরু কিনেছে কিনা?
৩. কত দিয়ে কিনেছে?
৪. গরুর দাম কত?
৫. বাজেট কত?
এসব প্রশ্নে তারা খুব বিব্রত হতে পারে!
বরং এই বছর যারা কোরবানি দিচ্ছেন তাদের উচিৎ পাড়া
প্রতিবেশিদের খোঁজ নিয়ে তাদের ঘরে মাংস পৌঁছে দেওয়া।
আল্লাহ আমাদের আত্মীয় ও প্রতিবেশীর হক
আদায় করার তৌফিক দান করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks