প্রশ্ন: মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কি দিয়ে তৈরি?
উত্তর: মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) সহ সকল নবী-রাসূল মাটি দিয়ে তৈরি। কোরআন মাজীদ ও সহিহ হাদিসে বর্নিত দলিল সমূহ।
"নিশ্চয় আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের মত, তিনি তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন।" (সূরা আলে ইমরান ৩/৫৯)।
"তারা একে অপরের বংশধর।"(সূরা আলে ইমরান ৩/৩৪)।
"তাদেরকে তাদের রাসূলগণ বলল, আমরা তো কেবল তোমাদের মতই মানুষ।"(সূরা ইব্রাহিম ১৪/১১)।
"বল, ‘আমি তোমাদের মতই একজন মানুষ।" (সূরা কাহফ ১৮/১১০)।
"তিনি মানুষকে সৃষ্টি করেছেন শুষ্ক ঠনঠনে মাটি থেকে যা পোড়া মাটির ন্যায়।" (সূরা রহমান ৫৫/১৪)।
"আর তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে।" (সূরা রহমান ৫৫/১৫)।
“আমি মানুষ সৃষ্টি করেছি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠন্ঠনা মৃত্তিকা হতে, এর পূর্বে আমি জীনকে সৃষ্টি করেছি ধোঁয়াহীন আগুন হতে।” (সূরা হিজ্র ১৫ : ২৬-২৭)।
"রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন : ফেরেশতাদেরকে নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে, জিন জাতিকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে আর আদমকে সৃষ্টি করা হয়েছে যার বর্ণনা তোমাদেরকে দেয়া হয়েছে।" (সহীহ মুসলিম হা. ২৯৯৬)।
"নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)বললেন, কিন্তু আমি তো তোমাদের মত একজন মানুষ। তোমরা যেমন ভুল করে থাক, আমিও তোমাদের মত ভুলে যাই। আমি কোন সময় ভুলে গেলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দেবে। তোমাদের কেউ সালাত সম্বন্ধে সন্দেহে পতিত হলে সে যেন নিঃসন্দেহ হবার চেষ্টা করে এবং সে অনুযায়ী সালাত পূর্ণ করে। অতঃপর যেন সালাম ফিরিয়ে দুটি সিজদা দেয়।" ( বুখারী ৪০১)।
"নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কানে গেলে তিনি বললেন, ‘নিশ্চয়ই আমি একজন মানুষ। তাই আমি যখন তোমাদেরকে দ্বীন সম্পর্কে কোন বিষয়ে নির্দেশ দেই, তখন তোমরা অবশ্যই আমার কথা শুনবে। আর আমি যখন নিজের মতানুসারে দুনিয়ার বিষয় সম্পর্কে তোমাদেরকে কিছু বলব তখন মনে করবে, আমি একজন মানুষ (তাই দুনিয়ার ব্যাপারে আমারও ভুল হতে পারে)।" (মুসলিম ২৩৬২, আল জামি ২৩৩৮, মিশকাত ১৪৭)।প্রশ্ন: মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কি দিয়ে তৈরি?
উত্তর: মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) সহ সকল নবী-রাসূল মাটি দিয়ে তৈরি। কোরআন মাজীদ ও সহিহ হাদিসে বর্নিত দলিল সমূহ।
"নিশ্চয় আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের মত, তিনি তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন।" (সূরা আলে ইমরান ৩/৫৯)।
"তারা একে অপরের বংশধর।"(সূরা আলে ইমরান ৩/৩৪)।
"তাদেরকে তাদের রাসূলগণ বলল, আমরা তো কেবল তোমাদের মতই মানুষ।"(সূরা ইব্রাহিম ১৪/১১)।
"বল, ‘আমি তোমাদের মতই একজন মানুষ।" (সূরা কাহফ ১৮/১১০)।
"তিনি মানুষকে সৃষ্টি করেছেন শুষ্ক ঠনঠনে মাটি থেকে যা পোড়া মাটির ন্যায়।" (সূরা রহমান ৫৫/১৪)।
"আর তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে।" (সূরা রহমান ৫৫/১৫)।
“আমি মানুষ সৃষ্টি করেছি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠন্ঠনা মৃত্তিকা হতে, এর পূর্বে আমি জীনকে সৃষ্টি করেছি ধোঁয়াহীন আগুন হতে।” (সূরা হিজ্র ১৫ : ২৬-২৭)।
"রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন : ফেরেশতাদেরকে নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে, জিন জাতিকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে আর আদমকে সৃষ্টি করা হয়েছে যার বর্ণনা তোমাদেরকে দেয়া হয়েছে।" (সহীহ মুসলিম হা. ২৯৯৬)।
"নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)বললেন, কিন্তু আমি তো তোমাদের মত একজন মানুষ। তোমরা যেমন ভুল করে থাক, আমিও তোমাদের মত ভুলে যাই। আমি কোন সময় ভুলে গেলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দেবে। তোমাদের কেউ সালাত সম্বন্ধে সন্দেহে পতিত হলে সে যেন নিঃসন্দেহ হবার চেষ্টা করে এবং সে অনুযায়ী সালাত পূর্ণ করে। অতঃপর যেন সালাম ফিরিয়ে দুটি সিজদা দেয়।" ( বুখারী ৪০১)।
"নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কানে গেলে তিনি বললেন, ‘নিশ্চয়ই আমি একজন মানুষ। তাই আমি যখন তোমাদেরকে দ্বীন সম্পর্কে কোন বিষয়ে নির্দেশ দেই, তখন তোমরা অবশ্যই আমার কথা শুনবে। আর আমি যখন নিজের মতানুসারে দুনিয়ার বিষয় সম্পর্কে তোমাদেরকে কিছু বলব তখন মনে করবে, আমি একজন মানুষ (তাই দুনিয়ার ব্যাপারে আমারও ভুল হতে পারে)।" (মুসলিম ২৩৬২, আল জামি ২৩৩৮, মিশকাত ১৪৭)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন