পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

শনিবার, ৩১ জুলাই, ২০২১

তোমরা কি জান, দেউলিয়া কে?

 






আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ


রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সাহাবীদের প্রশ্ন করলেন,

তোমরা কি জান, দেউলিয়া কে? 

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ


রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সাহাবীদের প্রশ্ন করলেন,

তোমরা কি জান, দেউলিয়া কে? 

তারা বললেন, হে আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! আমাদের মধ্যে দেউলিয়া হচ্ছে সেই ব্যক্তি যার  দিরহামও (নগদ অর্থ) নেই, কোন সম্পদও নেই।

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ আমার উম্মাতের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে দেউলিয়া যে কিয়ামাত দিবসে নামায, রোযা, যাকাতসহ বহু আমল নিয়ে উপস্থিত হবে এবং এর সাথে সে কাউকে গালি দিয়েছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কারো রক্ত প্রবাহিত (হত্যা) করেছে, কাউকে মারধর করেছে, ইত্যাদি অপরাধও নিয়ে আসবে। সে তখন বসবে এবং তার নেক আমল হতে এ ব্যক্তি কিছু নিয়ে যাবে, ও ব্যক্তি কিছু নিয়ে যাবে। এভাবে সম্পূর্ণ বদলা (বিনিময়) নেয়ার আগেই তার সৎ আমল নিঃশেষ হয়ে গেলে তাদের গুনাহসমূহ তার উপর চাপিয়ে দেয়া হবে, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।


সহীহ: মুসলিম ২৫৮১; তিরমিজি ২৪১৮ ; সহীহাহ্‌ ৮৪৫ ; আহকামুল জানাইয ৪ ; জামি ৮৭ ; তারগীব ২২২৩ ; আহমদ ৮০২৯ ; ইবনু হিব্বান ৪৪১১ ; ত্বাবারানী  

৫৬১ ; বায়হাক্বী ১১৮৩৮ । ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks