হাশরের মাঠে আল্লাহ তায়ালা প্রতিটি বান্দাকে পাঁচটি প্রশ্ন করবেন।
হাশরের মাঠে আল্লাহ তায়ালা প্রতিটি বান্দাকে পাঁচটি প্রশ্ন করবেন। হজরত মুয়াজ ইবনে জাবাল (রাঃ) থেকে বর্ণিত, রাসুল (সাঃ) ইরশাদ করেনঃ ‘সেই দিন পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো আদম সন্তান তার পা এক কদমও নাড়াতে পারবে নাঃ
১. তুমি তোমার সারা জীবন কোন পথে কাটিয়েছ?
২. যৌবনকালে কোন আমল করেছ?
৩. ধন-সম্পদ কোন পথে উপার্জন করেছ?
৪. কোন পথে ধন সম্পদ ব্যয় করেছ?
৫. ইলম অর্জনে অনুযায়ী কতটুকু আমল করেছ?
(তিরমিজি : ৪/৫৬৯)
আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ
এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –কে জিজ্ঞেস করল, কিয়ামত কখন হবে? তিনি বললেন, তুমি কিয়ামাতের জন্য কী জোগাড় করেছ? সে বলল, কোন কিছু জোগাড় করতে পরিনি, তবে আমি আল্লাহ ও তাঁর রসূলকে ভালবাসি। তখন তিনি বললেন, তুমি তাঁদের সঙ্গেই থাকবে যাঁদেরকে তুমি ভালবাস। আনাস (রাঃ) বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –এর কথা দ্বারা আমরা এত আনন্দিত হয়েছি যে অন্য কোন কথায় এত আনন্দিত হইনি। আনাস (রাঃ) বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –কে ভালবাসি এবং আবূ বাক্র ও ‘উমার (রাঃ)-কেও। আশা করি তাঁদেরকে আমার ভালবাসার কারণে তাদের সঙ্গে জান্নাতে বসবাস করতে পারব; যদিও তাঁদের ‘আমলের মত ‘আমল আমি করতে পারিনি। (আধুনিক প্রকাশনীঃ ৩৪১৩, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৪২০)
সহিহ বুখারী, হাদিস নং ৩৬৮৮

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন