পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

দুয়া

 



"___কিভাবে দুয়া করবো?___"


১. দুয়াগুলো লিখে ফেলবো।


২. দুয়া কবুলের একটা সময়ও ছাড়বো না। আজানের পর, জুমার দিন আসর থেকে মাগরিব, শেষ রাত, সিয়াম রেখে।


৩. আল্লাহর সুন্দর নামগুলো নিয়ে ডেকে দুয়া করবো।


৪. দুয়া করার আদবগুলোঃ


প্রথমে নিজের গুনাহগুলোর জন্য মাফ চেয়ে, মহান আল্লাহ তা'লার প্রশংসা করে, এরপর দুরুদ পড়বো।


এরপর দুয়া করবো। মন টা নরম করে, নিজেকে ভিখারির মত রিক্ত করে দুয়া চাইবো।


আল্লাহকে বলব, আমি ছাড়া তাঁর অনেক বান্দী আছে, আমার যে তিনি ছাড়া আর রব্ব নাই।


৫. সাদাকা অথবা/এবং ভালো কাজ করবো।


৬. মানুষকে সাহায্য করবো। একই পরিস্থিতিতে যারা আছে তাদের জন্য দুয়া করবো। ফেরেশতারা আমার জন্য দুয়া করবে।


৭. আমি যা চাইছি সেটা যারা পেয়ে গেছে, তাদের সেই নিয়াময়ে বারাকার দুয়া করবো। একই নিয়ামত নিজের জন্য চাইবো।


৮. হতাশ হবো না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেছেন, “তোমাদের কারো দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত না সে তাড়াহুড়া করে বলে যে: ‘আমি দোয়া করেছি; কিন্তু, আমার দোয়া কবুল হয়নি”**


৯. আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করবো। হালাল হারাম মেনে চলবো।


১০. আল্লাহর প্রতি সুধারণা রাখবো।


আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি সেইরূপ, যেরূপ বান্দা আমার প্রতি ধারণা রাখে। আমি তার সাথে থাকি, যখন যে আমাকে স্মরণ করে। আল্লাহর কসম! নিশ্চয় আল্লাহ তাআলা তাঁর বান্দার তওবায় তোমাদের মধ্যে সেই ব্যক্তি অপেক্ষা বেশি খুশী হন, যে তার মরুভূমিতে হারিয়ে যাওয়া বাহন ফিরে পায়। আর যে ব্যক্তি আমার দিকে এক বিঘত পরিমাণ অগ্রসর হয়, আমি তার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হই। যে আমার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয়, আমি তার দিকে দুই হাত পরিমাণ অগ্রসর হই। আর সে যখন আমার দিকে হেঁটে অগ্রসর হয়, আমি তখন তার দিকে দৌড়ে অগ্রসর হই।’’ *


.............

**[সহিহ বুখারী (৬৩৪০) ও সহিহ মুসলিম (২৭৩৫)]


*[বুখারি ৭৪০৫, ৭৫০৫, ৭৫৩৬, ৭৫৩৭, মুসলিম ২৬৭৫, তিরমিযি ২৩৮৮, ইবন মাজাহ ৩৭২২, আহমদ ৭৩৭৪, ২৭৪০৯, ৮৪৩৬, ৮৮৩৩, ৯০০১, ৯০৮৭, ৯৩৩৪, ৯৪৫৭]

 

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks