পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

বুধবার, ২১ জুলাই, ২০২১

একজন আব্দুর রাযযাক বিন ইউসুফ--

 

একজন আব্দুর রাযযাক বিন ইউসুফ--


---------------------------------------------


শায়েখ আব্দুর রাযযাক বিন ইউসুফ কি শুধু একটি নাম ?? শুধু একটি নাম নয়, একটি অধ্যায়, একটি বিস্ময়, একটি ইতিহাস বললেও ভূল হবেনা। একজন ব্যাক্তি সারা বাংলার বিদ'আতি, ধর্ম ব্যাসায়ী, বাতিল পন্থিদের বুকে যে কাঁপন ধরিয়ে দিতে পারে আব্দুর রাযযাক বিন ইউসুফ তার জলজ্যান্ত উদাহরন।


আমার একশ্রেণীর বক্তা ভাইয়েরা এই লোকটার নামে কত রকমের কুৎসা রটায়, গালমন্দ করে, ইনিয়ে বিনিময়ে বলে আব্দুর রাযযাক বিন ইসুফের পাল্লায় পড়ে আমার যুবক ভাইয়ের নষ্ট হয়ে যাচ্ছে, বিপথে চলে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি।


আবাক লাগে যখন দেখি একজন আলেম নিজ স্বার্থ হাসিলের জন্য ওয়াজের মঞ্চে অন্যের নামে মিথ্যাচার করে হাজারো সহজ-সরল মানুষকে ধোঁকা দেয়। এরা যে কতো মিথ্যা বলতে পারে, কতো গালমন্দ করতে পারে, কতো নিচে নামতে পারে বিশ্বাসই করতাম না যদি যাচাই-বাছাই না করতাম।


ইদানিং নাকি ওয়াজ-নসিহাতে আর মানুষকে আছর করে না। সাধারণ মানুষ গুলো বিমুখ হয়ে পড়ছে।


আমি বলি আপনি ভূলের স্বর্গে বাস করছেন। আপনিতো এতোদিন ওয়াজ শোনেন নাই আপনি শুনেছেন আওয়াজ। যতসব পঁচা কিচ্ছা-কাহিনী।


কুরআন এবং সহীহ হাদীসের প্রতি অনিহা এমন একজন মানুষতো আমি খুজে পাইনা। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে হেলিকাপ্টার বক্তা ভাড়া করে না এনে পারলে "আব্দুর রাযযাক বিন ইউসুফকে" একবার এনে মাহফিল করেনতো।


আপনার এলাকায় যদি কুরআন-সহীহ হাদীস ঢোকে শিরক-বিদ'আত দৌড়ে পালানোর রাস্তা খুজে পাবেনা। ইনশাআল্লাহ !!


আব্দুর রাযযাক বিন ইউসুফকে কেনো এক শ্রেণীর নামধারী আলেম ভয় পায় জানেন ??


উনি হচ্ছে শিরক-বিদ'আতের যম, ধর্ম ব্যাবসায়িদের আতংক, বাতিলের কাছে কখনো মাথা নত করেনা। ওনার কারণে ক্ষতির মুখে পড়েছে ধর্মকে পূজি করে সাধারণ মানুষের পকেট কাটে যারা। ওনার বক্তব্য শোনার পর আর হেলিকাপ্টার মার্কা হুজুরদের বক্তব্য কেউ শুনতে চায়না।


কি ব্যাপার ভাই, আপনার চোখ কপালে উঠে যাচ্ছে ? আমার উপর প্রচন্ড রাগ হচ্ছে ?? আমার কথা বিশ্বাস হচ্ছে না ???


যদি আমার কথা আপনার বিশ্বাস না হয় আল্লাহ তো আপনাকে বিবেক দিয়েছে। জ্ঞান-বুদ্ধি দিয়েছে যাচাই করে দেখুন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks