(রবের কাছে যত চাওয়া)✅
যেই জীবন চাওয়া এবং পাওয়ার মাঝেই সার্থকতাকে খুজে পায় সেই জীবনের হিসেবের অংকটাও কঠিন হবার কথা নয়। আমাদের কিছু চাওয়া আছে যা পাওয়া পর্যন্ত পৌছায় আবার কিছু চাওয়া আছে যা পাওয়ার আগেই না পাওয়ার মধ্য দিয়ে সমাপ্ত হয়ে যায়।
রবের কাছে কত কিছুই তো চাই, কিছু চাওয়া পুরন হয়ে যায়, অন্তরে রবের প্রতি শুকরিয়ার পরিমান ও বাড়তে থাকে৷ আবার কিছু চাওয়া পুরন হয় না, ফলে অন্তরটা শক্ত হয়ে যায়, রবের দিক থেকে বিমুখী হওয়া শুরু হয়। আমাদের অন্তরটা কিছুটা কচুপাতার উপর পানির মত।
কখনো কখনো অন্তরটা রবের খুব কাছাকাছি নিয়ে যায় আবার একটু আঘাতেই অন্তরটা রবের থেকে বিমুখী করে ফেলে, তাই রবের কাছে কোন কিছু তৃপ্তি ভরে চাইতেও পারি না, নিতে ও পারি না। অল্পতে তুষ্ট আবার অল্পতেই কষ্ট, অন্তরটাই দোটানায় পড়ে থাকে।
আল্লাহ কোর'আনুল কারীমে বলেন, 'তোমরা আমাকে ডাক, আমি অবশ্যই তোমাদের ডাকে সাড়া দিবো' [১]
আল্লাহ আপনাকে দেয়ার জন্য তৈরী, শুধুমাত্র চাওয়া গুলো সঠিক হতে হবে, সঠিক সময়ে হতে হবে, রবের কাছে চাওয়ার মাধ্যম গুলিকে কাজে লাগাতে হবে, চাওয়ার কথা গুলো রবকে জানাতে হবে। সালাত পড়ুন, তাওবাহ ইস্তেগফার করুন, দোয়া কবুলের সময় গুলো কাজে লাগান। আল্লাহ আপনাকে অবশ্যই আপনার কথাগুলো শুনবেন, কারন অন্য কেউ এতোটা আপনাকে বুঝবে না যতটা আপনার রব আপনাকে বুঝেন, জানেন।
কিছু কিছু ভাই বোনের হতাশার কারন হচ্ছে, " আমি তো সালাত পড়ি, আমি সিয়াম রাখি, নফল ইবাদত ও করি তবুও আল্লাহ কেন আমার চাওয়া গুলোকে পাইয়ে দেন না, কেন? "
এই রকম কথা গুলো খুবই কমন। আমরা এভাবেই বেশি হতাশায় ডুবে মরি, অন্তরটা এই কারনগুলোই বেশি শক্ত করে ফেলে।
আবার ও একটু যদি কোর'আনুল কারীমে দেখি, তাহলে দেখবো আল্লাহ আযযা ওয়া জাল বলেছেন,
'এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের।' [২]
অর্থাৎ আমাদের কষ্ট, হতাশা, দুঃখ এগুলা তো রবের পক্ষ থেকে পরীক্ষা মাত্র। রাতের অমানিশা কাটিয়ে প্রভাতের সুর্য যেমন নতুন করে দিনের শুরু করে তেমনি সবর হলো রবের পক্ষ থেকে এমন একটি সুস্পষ্ট নিয়ামাহ যা আপনাকে সকল কষ্ট আর হতাশা কাটিয়ে আবার ও সুখের পরশে ভাসিয়ে দিবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা বলেন, 'নিশ্চয়ই কষ্টের পরই রয়েছে সুখ।' [৩]
আরো বলেন, 'তোমরা হতাশ হয়ো না, দুঃখ করোনা,মন মরা হয়ো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও।' [৪]
একজন মুমিন কখনোই হতাশ হয় না, কখনোই অল্পতে অন্তরকে শুকিয়ে ফেলে নাহ, রবের কাছে চাওয়ার পর না পাওয়ার হতাশা তাকে কষ্টে ফেলে না, তাওয়াক্কুল করে যায় সর্বাবস্থায়, নিশ্চিন্তে, নির্ভিয়ে কারন একজন মুমিন জানে, সবর - রবের পক্ষ থেকে সুস্পষ্ট একটি নিয়ামাহ।
রেফারেন্সঃ
১. সুরা গাফির, আয়াত ৬০,
২. সুরা বাকারাহ, আয়াত ১৫৫,
৩. সুরা ইনশিরাহ, আয়াত ৫-৬,
৪. সুরা ইমরান, আয়াত ১৩৯,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks