এটাকে herd Psychology বলা হয়ে থাকে।। সোজা বাংলায় বলতে গেলে,, "ভেড়ার পাল,, একজন যেদিকে যাবে,,
দিনক্ষণ সঠিকভাবে মনে নেই,,তবে ঘটনাটি ঘটেছিল তুরস্কের এক পাহাড়ি এলাকায়।। কোনো এক ম্যাগাজিনে পড়েছিলাম।।
পাহাড়ের উপরিভাগ হতে একটি ভেড়া লাফ দিয়ে নিচে পড়ে।। তার দেখাদেখি আরো প্রায় 1500 ভেড়া,, ঐ একই জায়গা থেকে ঝাঁপিয়ে পড়ে,, এবং,, সকলেই মারা
যায়।।
এটাকে herd Psychology বলা হয়ে থাকে।। সোজা বাংলায় বলতে গেলে,, "ভেড়ার পাল,, একজন যেদিকে যাবে,,
সবাই সে দিকেই যাবে।।" এটাকে শর্টকাটে
"গড্ডালিকা প্রবাহ" বলা হয়ে থাকে।।
herd Theory ,, মানে ,, কোনো কারণ ছাড়াই,, একজনকে অনুসরণ করে যাওয়া।। একজন যেদিকে যাচ্ছে,, তাকে ফলো করে,, অনেকের সেই দিকে চলে যাওয়া,, প্রত্যক্ষ অথবা পরোক্ষ কোনো উদ্দেশ্য ছাড়াই।।
এটা পশুদের মধ্যেই বেশী দেখা যায়।।একটা মাছ যেদিকে যাচ্ছে,, তাকে অনুসরণ করে শত শত মাছ সেদিকেই চলেছে।। অথবা,, ঝাঁকে ঝাঁকে পাখি আকাশে উড়ে চলেছে।। ভেঁড়া,, ছাগল,, গরু,, তাছাড়া,, জঙ্গলের বিভিন্ন প্রাণীর দলবদ্ধ হয়ে,, একই দিকে চলে যাওয়া,,
এটা নিত্যনৈমিত্তিক ঘটনা।।
ইদানিং মানুষের মধ্যেও পশুদের এই গুনাবলী পরিলক্ষিত হয়ে চলেছে।। বিশেষ
করে রাজনীতির আঙিনায়,, অথবা,, ধর্মীয় বিভাজনের ক্ষেত্রে।। এই গড্ডালিকা প্রবাহে চলার কারণে,, অধিক সময় মানুষ নিজের এবং সমাজের অভূতপূর্ব ক্ষতিসাধন করে
ফেলে।।
"গড্ডালিকা প্রবাহ" প্রায় প্রত্যেকটি জীবের স্বভাবজাত দোষ।। ইউরোপের মতো শিক্ষিত এবং বুদ্ধিমান মানুষেরাও নিজেকে এই রোগ হতে মুক্ত করতে পারেনি।।
ছোটবেলায় ক্লাসরুমে একটি শিশু চিৎকার শুরু করে দিলেই,, বাকি শিশুরাও একে একে সেই কাজ শুরু করে থাকে।।
ফিরে আসছি তুরস্কের সেই ভেঁড়ার পালের কথায়।।প্রথমে যে ভেঁড়াটি লাফিয়ে ছিলো,, সে নিজেও জানে না,,কেনো সে লাফাচ্ছে।।
পরবর্তীতে তাকে অনুসরণ করে,, যে 1500 ভেড়া লাফিয়ে নিচে পড়ে গেলো,, তারাও জানতো না,, ঠিক কি উদ্দেশ্য নিয়ে তারা লাফাচ্ছে।।
আমাদের নেতারা ভীষণ বুদ্ধিমান।। তারাও
"herd Psychology" থিওরি,, পদে পদে এ্যপ্লাই করে থাকে।। তারা নিজেরা লাফায় না,, কিন্তু,, অন্ধ-বোকা-বধির সমর্থকদের লাফিয়ে পড়তে উৎসাহিত করে থাকে।।
এছাড়া,, হিংস্র,,অর্ধশিক্ষিত,,অল্প শিক্ষিত,, তথাকথিত বেশ কিছু ধর্মগুরু-ও একই কর্ম করে থাকে।।
এই অন্ধ-বোকা-বধির জনতাকে,, "ভেড়ার কৌশল" শেখানোর দায়িত্ব,, আমাদের দেশের পেইড মিডিয়া,, নিজ কাঁধে তুলে নিয়েছে।। যতদিন মানুষ মিডিয়াকে ফলো করবে,, ততদিন "গড্ডালিকা প্রবাহ" উত্তোরোত্তর বেড়েই যাবে,, কখনো শেষ হবে না।।
বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড়ো সমস্যা হলো,, অন্ধ-বোকা-বধির ভেড়ার পাল।।
আপাতত এই অন্ধ ভেড়াদের অন্ধকার থেকে ,, আলোর পথে ফিরিয়ে নিয়ে আসাটাই,, সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে,, সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks