মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

জিনে আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ :

 জিনে আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ :  





আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ: 

রুকইয়াহ শারইয়াহের ব্যাপারে আপনারা কেউ বিভ্রান্তকর কমেন্টস্ করবেন না এটা জ্বীন,যাদু, বদনজর,হিংসা সহ যাবতীয় জটিল ও কঠিন রোগের কুরআনিক চিকিৎসা পদ্ধতি।

রুকইয়াহ শারইয়াহ কি?

কোরআনের আয়াত,আল্লাহর নামের যিকির,হাদিসে বর্ণিত মাসনূন দোয়া অথবা সালাফে সালেহীন থেকে বর্ণিত দোয়া, তেলওয়াত বা পাঠ করার মাধ্যমে কোন বিপদ থেকে মুক্তি চাওয়া কিংবা রোগ থেকে আরোগ্য কামনা করা ও রুগীকে ঝাড়ফুক করাকে শরঈ দৃস্টিতে রুকইয়াহ শারইয়াহ বলে।

এটা মনের আশা পূরণ কিংবা অসাধ্য সাধনের কোনো তদবির না, স্বামীকে বশ করার কোনো মন্ত্র না, এটা শরইয়ত সিদ্ধ একটা চিকিৎসা পদ্ধতি।

এই চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে শরিয়তের নির্ধারিত গন্ডি অতিক্রম না করলেই এটা জায়েয।

এ ব্যাপারে রাসূল (সাঃ) বলেছেন : রুকইয়াতে যদি শিরক না থাকে তাহলে জায়েজ।(সহীহ মুসলিম হাঃ৫৫৪৪

কোরআন দিয়ে রুকইয়ার ব্যাপারে মহান আল্লাহ বলেন : আর আমি কোরআন নাযিল করেছি যা মুমিনের জন্য শিফা ও রহমত। 

(সুরা বানী ইসরাইল :-৮২)


জিনে আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ :   


01 ] অধিকাংশ সময় দুঃখ-কষ্ট অনুভূত হওয়া এবং এর সাথে সাথেই কখনো কখনো কান্না পাওয়া  

02]  চোখে পানি আসার সহ বেশি পরিমানে  হাই  আসা 

03] খাওয়া-দাওয়ার প্রতি চাহিদা কমে যাওয়া 

04] কাজে কর্মে  সহ অন্যান্য বিষয়ের প্রতি আগ্রহ কমে যাওয়া

05] অনিদ্রা বা ঘুম কম হওয়া এবং ভীতিকর উল্টাপাল্টা স্বপ্ন দেখা 

06] মাঝে মাঝে বা অধিকাংশ সময় পিছন সাইড বা বাম সাইডে ব্যথা করা 

07] বুদ্ধিমত্তা কমে যাওয়া অবসাদ উদাসীনতা মাথাব্যথা ও শরীরের ওজন কমে যাওয়া 

08] মহিলাদের ক্ষেত্রে শারীরিক চাহিদা কমে যাওয়া অথবা রক্তশূন্যতা বা ইস্তেহাযার সমস্যা দেখা দেওয়া 

09]  পুরুষের ক্ষেত্রে শারীরিক শক্তি কমে যাওয়া

10] ব্যর্থতার গ্লানিতে আক্রান্ত হওয়া 

11] বিভিন্ন পদ্ধতিতে কঠিন কুমন্ত্রণার সম্মুখীন হওয়া

12]  প্রত্যেকটি জিনিসের সন্দেহ প্রবণতা শীল হওয়া 

13] কাজে-কর্মে প্রায় সকল বিষয়েই  নিজের প্রতি অনাস্থা শীল হওয়া 

14] প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে ভয় কাজ করা বা ভয় পাওয়া 

15] স্বার্থপরতা হওয়া, অতীব রাগী হওয়া 

16]স্মৃতিশক্তি কমে যাওয়া, কোন কিছু মনে রাখতে না পারা 

17]  ব্যর্থতা ও নিরাশ হওয়া 

18]  হৃদয়ে হঠাৎ কঠিন হৃদ কম্পন হওয়া 

19]  মানুষের সাথে না মিশে একা একা থাকতে  পছন্দ করা 

20] আত্মবিশ্বাস হারিয়ে ফেলা 

21]  কোন বিষয়ে সিদ্ধান্তের ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে থাকা এবং দ্রুত  মত পরিবর্তন করা

22] বিভিন্নভাবে নেগেটিভ চিন্তাভাবনা মাথায় আসা 

23]  অতীতের বিষয়ে দুঃখ করা, অপূর্বের বিষয়ে অনুতপ্ত হওয়া 

24] জীবনটা দুঃখ-কষ্ট-বেদনা দিয়ে  জর্জরিত থাকা 

25] ওয়াসওয়াসা বেশি আসা ইত্যাদি

 

 

কোন মন্তব্য নেই: