মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

জ্বীন,যাদু,

 জ্বীন,যাদু,






আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ:

রুকইয়াহ শারইয়াহের ব্যাপারে আপনারা কেউ বিভ্রান্তকর কমেন্টস্ করবেন না এটা জ্বীন,যাদু, বদনজর,হিংসা সহ যাবতীয় জটিল ও কঠিন রোগের কুরআনিক চিকিৎসা পদ্ধতি।

রুকইয়াহ শারইয়াহ কি?

কোরআনের আয়াত,আল্লাহর নামের যিকির,হাদিসে বর্ণিত মাসনূন দোয়া অথবা সালাফে সালেহীন থেকে বর্ণিত দোয়া, তেলওয়াত বা পাঠ করার মাধ্যমে কোন বিপদ থেকে মুক্তি চাওয়া কিংবা রোগ থেকে আরোগ্য কামনা করা ও রুগীকে ঝাড়ফুক করাকে শরঈ দৃস্টিতে রুকইয়াহ শারইয়াহ বলে।

এটা মনের আশা পূরণ কিংবা অসাধ্য সাধনের কোনো তদবির না, স্বামীকে বশ করার কোনো মন্ত্র না, এটা শরইয়ত সিদ্ধ একটা চিকিৎসা পদ্ধতি।

এই চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে শরিয়তের নির্ধারিত গন্ডি অতিক্রম না করলেই এটা জায়েয।

এ ব্যাপারে রাসূল (সাঃ) বলেছেন : রুকইয়াতে যদি শিরক না থাকে তাহলে জায়েজ।(সহীহ মুসলিম হাঃ৫৫৪৪

কোরআন দিয়ে রুকইয়ার ব্যাপারে মহান আল্লাহ বলেন : আর আমি কোরআন নাযিল করেছি যা মুমিনের জন্য শিফা ও রহমত।

(সুরা বানী ইসরাইল :-৮২)

@@বিয়ে_বন্ধ_বা_আটকে_রাখার_যাদুর_লক্ষণ

কাউকে বিয়ে ভাঙা বা আটকে রাখার জন্য বান মারলে / তাবিজ করলে / যাদু করলে সাধারণত এমন দেখা যায় প্রস্তাব আসে, সবকিছু পারফেক্ট থাকলেও পছন্দ হয়না। সব ঠিকঠাক থাকার পরও হয়তো ছেলে বেঁকে বসে, নয়তো মেয়ে। কোনো না কোনোভাবে বিয়ে ভেঙে যায়। মেয়েদের ক্ষেত্রে দেখা যায় অনেক গুণধর হওয়া সত্ত্বেও কোনো প্রস্তাব আসে না। কেউ প্রস্তাব দিলে পছন্দ হওয়ার বদলে উল্টা খারাপ লাগতে লাগে।

এই যাদুতে আক্রান্ত হলে সচরাচর কিছু লক্ষণ দেখা যায়-

✓বিয়ে বন্ধের ও বান মারার যাদুর লক্ষণ

১/-প্রায় সময় মাথা ব্যথা থাকে । ওষুধ খেয়েও তেমন ফায়দা না হওয়া।

২/-প্রায় সময় পেট ব্যাথা থাকে। অনেকের পিড়িয়ডের সময় বা আগে পরে পেটে বা তলপেটে ব্যথা থাকে

৩/-পিঠের নীচের হাড় গুলো ব্যাথা করে।

৪/-ব্যাকপেইন ; বিশেষত মেরুদন্ডের হাড়ে বা মেরুদন্ডের নীচে ব্যথা করে ।

৫/-বুকে প্রচণ্ড ব্যথা ও যন্ত্রণা অনুভব করে। বিশেষত আসরের পর থেকে মধ্যরাত পর্যন্ত

৬/-একটুতেই রেগে যায়। বিয়ের কথা মনে হলে রাগ লাগে।

৭/-বিয়ের কথা বলতেই রাগ উঠে যায়।

৮/-ঘুমের মধ্যে শান্তি না পাওয়া , ঠিক মতো ঘুমাতে না পারা।

৯/-আর ঘুম থেকে ওঠার পর অনেক্ষণ কষ্ট হওয়া।

১০/-খুবই পেরেশান থাকা বা প্রায়সময় মানসিক অশান্তিতে থাকা।মাঝেমধ্যেই বিকেল থেকে রাত পর্যন্ত খুব অস্বস্তিতে ভুগা।

১১/-মাঝেমধ্যৈই দুপুর/আসরের পর হতে মধ্যরাত পর্যন্ত মাথাব্যথা বা অস্থিরতা লাগা।

১২/- বিয়ের কথা শুনলে ভয় লাগে

১৩/-বিয়ের কথা বার্তা শুরু হলেই অসুস্থ হয়ে যান

১৪/-প্রস্তাবদাতাকে খারাপ মনে হয় ও ঘৃণা লাগে। তার ব্যপারে অনর্থক সন্দেহ সৃষ্টি হয়।

১৫/-ঘুমের মধ্যে ভীতসন্ত্রস্ত হয়ে ওঠেন বা ভয়ংকর স্বপ্ন দেখেন

১৬/-পাত্রপক্ষ দেখতে আসলেই চেহারা মলিন/কালো/ফেকাসে হয়ে যায়।

১৭/- পাত্রপক্ষ দেখতে আসলে আসান্তি অস্তিরতা লাগে।মাথা ব্যাথা করে বা মাথ্যা ব্যাথার মতো কেমন যেন লাগে।

১৮. কোন কারণ ছাড়া বিয়েতে অনাগ্রহ থাকা।

যদি বিবাহিত কারো সাথে এই লক্ষণ গুলো মিলে যায় তবে তা বিবাহ বিচ্ছেদের যাদু আক্রান্ত হওয়ার আলামত

লক্ষণীয় বিষয় হচ্ছে, অনেকের ওপর বিয়ের আটকে রাখার জন্য যাদু করতে জ্বিনের সাহায্য নেয়া হয়। এজন্য কারো-কারো এই যাদু সংক্রান্ত সমস্যার সাথে সাথে জ্বিন রিলেটেড সমস্যাগুলোও দেখা যায়। আবার অনেকে সময় জিনেও বিয়ে আটকে রাখে। কিন্তু এটা অনেকেই বুঝে না। মনে করে শুধু যাদুটোনা করেই বিয়ে আটকে রাখা হয়। অথচ জিনের কারণেও অনেক সময় বিয়ে হয়না তাই জ্বিন ও আশিক জিন আক্রান্ত হওয়ার লক্ষণ গুলো ও দেখে নিন।

দুঃখজনক হলেও সত্য, এই শয়তানী যাদুর প্রচলন আমাদের দেশে খুব বেশি।

আল্লাহ হিফাজত করুন।

কোন মন্তব্য নেই: