ধর্ম
চলমান_ধর্মের_কাছে_চুড়ান্ত_ধর্মের_বিজয়
◉ বাপ-দাদারা কি এতদিন ভুল করে আসছেন?
◉ এত বড় বড় আলেম তো এভাবেই আমল করে আসছেন, তারাও ভুল?
◉ অধিকাংশ মানুষই তো এই আমল করছে, সবাই
ভুল?
◉ এত বড় বড় হুজুর এ আমল করছে, তা কি ভুল?
◉ এত লোক অমুক আমল করছে , তা কি আর বিদআত হয়?
◉ এত বড় হুজুর মাজারে শিরক করছে?
◉ আমাদের বাপ দাদা কি জানত না?
◉ আরে এগুলো তো ফেৎনা, আমরা সবাই হক!
◉ আমাদের হুজুরেরা কি কম বুঝে?
যখনই আপনি সমাজে প্রচলিত কোন শিরক বা বিদ’আতী আমলকে ধরিয়ে দিবেন, তখনই কিছু লোক এসব কথা বলে। তারা কোরআন হাদীসের কোন দলির দিয়ে কথা বলবে না। তারা জানে না অধিকাংশ কোন দলিল নয়, দলিল হলো কোরআন ও সহীহ হাদীস।
কিন্তু দেখুন মহান আল্লাহ কি বলেছেন-
وَ اِذَا قِیۡلَ لَہُمُ اتَّبِعُوۡا مَاۤ اَنۡزَلَ اللّٰہُ قَالُوۡا بَلۡ نَتَّبِعُ مَاۤ اَلۡفَیۡنَا عَلَیۡہِ اٰبَآءَنَا ؕ اَوَ لَوۡ کَانَ اٰبَآؤُہُمۡ لَا یَعۡقِلُوۡنَ شَیۡئًا وَّ لَا یَہۡتَدُوۡنَ ﴿۱۷۰﴾
আর যখন তাদেরকে বলা হয়, ‘তোমরা অনুসরণ কর, যা আল্লাহ নাযিল করেছেন’, তারা বলে, ‘বরং আমরা অনুসরণ করব আমাদের পিতৃ-পুরুষদেরকে যার উপর পেয়েছি’। যদি তাদের পিতৃ-পুরুষরা কিছু না বুঝে এবং হিদায়াতপ্রাপ্ত না হয়, তাহলেও কি? (বাকারা ১৭০)
কিন্তু তারাঃ-
☞ অধিকাংশই নির্বোধ। [মায়িদাহ ১০৩]
☞ অধিকাংশ লোকই অবগত নয়। [আনআম ৩৭]
☞ অধিকাংশই অজ্ঞ [আনআম ১১১]
☞ অধিকাংশই জানে না [আরাফ ১৩১]
তাদের অনুসারী রাঃ-







আল্লাহ আমাদের হ্ক দ্বীন চেনার, বোঝার এবং মানার তৌফিক দান করুক।
(আমিন)
(কপি)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks