#প্রথম_দাওয়াহ_হোক_শিরকের_বিরুদ্ধে„„
সমাজে বহুল প্রচলিত কয়েকটি মারাত্নক শিরক এবং সাথে কোরআন হাদীসের রেফারেন্স সহ যুক্তি ::: --
( “ শিরক ” এমন পাপ যা, তওবা না করে মারা গেলে নিশ্চিত চিরস্থায়ী জাহান্নাম)
,
★ শরীরে যেকোন প্রকার তাবিজ - ঝুলানো শিরক
[ মুসনাদে আহমদ ]
★আল্লাহ ব্যাতিত অন্য কারো নামে কসম করা শিরক
[ আবু দাউদ : ৩২৩৬(ইফা) ]
★কোন কিছুকে শুভ-অশুভ লক্ষন বা কুলক্ষণ মনে করা শিরক
[ বুখারি : ৫৩৪৬, আবু দাউদ : ৩৯১০ ]
,
★কেউ পেছন দিক থেকে ডাক দিলে কিংবা নিজে যাত্রার সময় পিছন ফিরে তাকালে যাত্রা অশুভ হয় এই ধারনা - বিশ্বাস করা শিরক ( বুখারি, আবু দাউদ : ৩৯১০ )
★"খোদা" বলে আল্লাহকে ডাকা - শিরক। মোট কথা আল্লাহর দেয়া গুনবাচক নাম ব্যাতিত অন্য কোন নামে তাকে ডাকা - শিরক
[ সুরা আরাফ : ১৮০, ইসরা : ১১০, হাশর ]
★'তোর ভবিষ্যত অন্ধকার', 'তোর কপালে বহুত কষ্ট আছে', এই ধরনের গায়েবি কথা কাউকে বলা শিরক
[ সুরা নমল : ৬৫, আল জিন : ২৫-২৬, আনাম : ৫৯ ]
,
★হোচট খেলে কিংবা - পেচা ডাকলে সামনে বিপদ আছে এই ধারনা - শিরক
( সুরা আনাম : ১৭, ইউনুস : ১০৭ )
★রোগ ব্যাধি বা বিপদ-আপদ থেকে রক্ষা পেতে শরীরে পিতলের বালা, শামুক, ঝিনুকের মালা, সুতা, কিংবা যেকোন প্রকারের বস্তু লটকানো শিরক।
[ তিরমিযি, আবু দাউদ ও হাকেম ]
★সফলতা কিংবা - মঙ্গল লাভের জন্য এবং অমঙ্গল থেকে রক্ষা পেতে যেকোন প্রকার আংটি ব্যাবহার করা শিরক।
[ সুরা আনাম : ১৭, ইউনুস : ১০৭ ]
,
★যে কোন জড় বস্তুকে সম্মান দেখানো
তথা তাযীম করা বা তার সামনে নিরবতা পালন - করা শিরক
যেমন: পতাকা, স্মৃতিসৌধ, শহিদ মিনার, মাটি পাথরের মুর্তি কিংবা - কবর মাজার ইত্যাদি।
[ সুরা বাকারাহ : ২৩৮, আহকাফ : ৫, ফাতহুল বারি ৭/৪৪৮, আবু দাউদ : ৪০৩৩]
★আল্লাহ ব্যাতিত কোন গণক বা অন্য কেউ গায়েব জানে এই কথা বিশ্বাস করা শিরক [ সুরা নমল : ৬৫, আল জিন: ২৬, আনাম : ৫৯ ]
★আল্লাহর ছাড়া কোন পীর-আওলিয়া এবং কোন মাজারের নিকট দুয়া করা বা কোন কিছু চাওয়া শিরক
[ সুরা ফাতিহা : ৪, আশ শোআরা : ২১৩, গাফির : ৬০, তিরমিযি ]
,
★মাজারে ও কোন পির-ফকির কিংবা - কারো নিকট সিজদা দেয়া শিরক
[ সুর জীন : ২০, মুসলিম : ১০৭৭,
আবু দাউদ, মুত্তাফাকুন আলাই ]
★আল্লাহ ছাড়া অন্য কারো বা যেকোন পির-আওলিয়া ফকির ফাকরা দরবেশ ল্যাংটা বাবা কিংবা - কবর মাজারের নামে মানত করা শিরক।
[ সহিহ বুখারি: অধ্যায় : তাকদির ]
এইরকম আরো অসংখ্য শিরক রয়েছে আমাদের সমাজে। যেখান থেকে আমাদের বের হতেই হবে।
আল্লহ আমাদেরকে সহিহ দ্বীন ইসলামকে বুঝার তৌফীক দান করুন। আল্লহ আমাদেরকে হেদায়েত দান করুণ আমিন„„🤲🤲
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন