মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

মশা

 






এটি একটা মশার পায়ের পাতা!

ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে ৮০০ গুন জুম করে মশার পায়ের পাতা দেখা যাচ্ছে যাতে রয়েছে থাবা, আঁইশ যুক্ত চামড়া এবং আকর্ষী লোম। আমরা সাধারণ চোখে এদের পা কালো দেখি। গোলাপি কালারের শিং এর মত যেগুলো দেখা যাচ্ছে সেগুলো আঠালো আর এগুলোর কারণেই মশা দেওয়ালে আটকে থাকতে পারে।


♥সুবহানাল্লাহ♥


আল্লাহ তায়ালা বলেন, 


 اِنَّ الَّذِیۡنَ تَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ لَنۡ یَّخۡلُقُوۡا ذُبَابًا وَّ لَوِ اجۡتَمَعُوۡا لَہٗ ؕ وَ اِنۡ یَّسۡلُبۡہُمُ الذُّبَابُ شَیۡئًا لَّا یَسۡتَنۡقِذُوۡہُ مِنۡہُ ؕ ضَعُفَ الطَّالِبُ وَ الۡمَطۡلُوۡب


তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, তারা তো কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারে না, যদিও তারা এই উদ্দেশ্যে সবাই একত্রিত হয়। আর মাছি যদি তাদের নিকট হতে কিছু ছিনিয়ে নিয়ে যায়, তাহলে সেটাও তারা ওর নিকট হতে উদ্ধার করতে পারে না; পূজারী ও যার পুঁজা করা হয় তারা উভয়ে কতই না দুর্বল।

__{সূরা হজ্জ-৭৩}__


ছবি ও তথ্যসূত্রঃ বিজ্ঞান পত্রিকা

কোন মন্তব্য নেই: