পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

কেও কারো পাপের বোঝা বহন করবে না

 




বিছমিল্লাহির রাহমানির রাহীম

  ::::::::::::::::::::::::::::::::::::::::::

  ::::::::::::::::::::::::::::::::::::::::::

🌹

সূরা বনি ইসরাইল/আল ইসরা আয়াত ১৩


وَكُلَّ إِنسَٰنٍ أَلْزَمْنَٰهُ طَٰٓئِرَهُۥ فِى عُنُقِهِۦ وَنُخْرِجُ لَهُۥ يَوْمَ ٱلْقِيَٰمَةِ كِتَٰبًا يَلْقَىٰهُ مَنشُورًا


আমি প্রত্যেক মানুষের কর্মকে তার গ্রীবলগ্ন করে রেখেছি। 

কেয়ামতের দিন বের করে দেখাব তাকে একটি কিতাব, যা সে খোলা অবস্থায় পাবে।

🌹

সূরা বনি ইসরাইল/আল ইসরা আয়াত ১৪


ٱقْرَأْ كِتَٰبَكَ كَفَىٰ بِنَفْسِكَ ٱلْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا


( বলা হবে)

পাঠ কর তুমি তোমার কিতাব। 

আজ তোমার হিসাব গ্রহণের জন্যে তুমিই যথেষ্ট।

🌹

সূরা বনি ইসরাইল/আল ইসরা আয়াত ১৫


مَّنِ ٱهْتَدَىٰ فَإِنَّمَا يَهْتَدِى لِنَفْسِهِۦ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ وَمَا كُنَّا مُعَذِّبِينَ حَتَّىٰ نَبْعَثَ رَسُولًا


যে কেউ সৎপথে চলে, 

তারা নিজের মঙ্গলের জন্যেই সৎ পথে চলে। 

আর যে পথভ্রষ্ট হয়, 

তারা নিজের অমঙ্গলের জন্যেই পথ ভ্রষ্ট হয়। 

কেউ অপরের বোঝা বহন করবে না। 

কোন রাসূল না পাঠানো পর্যন্ত আমি কাউকেই শাস্তি দান করি না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks