পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

পাচঁ প্রকার ছেলেকে বিয়ে করা থেকে বিরত থাকা উচিত

 





আসসালামু আলাইকুম।

সবাই শুধু নারীদের নিয়ে লেখে!  তাই ভাবলাম পুরুষ নিয়ে ও লেখা উচিত। 


পাচঁ প্রকার ছেলেকে বিয়ে করা থেকে বিরত থাকা উচিত

......লেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ,মেয়েদের জন্য

সম্পূর্ণ পড়বেন । 

_____________________

1- যে পুরুষ দাড়ি রাখে না। এবং সুন্নত মোতাবেক চলে না।

.

2- যে পুরুষ টাকনুর নিচে কাপড়। এবং মেয়েদের মত হাতে, কানে অলংকার ব্যবহার করে।

হযরত আবু হুরাইরা (রা.) হতে বর্ণিত হয়েছে যে, হুযুর পাক (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি অহংকার বশত পায়ের গিরার নিচে লুঙ্গি বা পায়জামা ঝুলিয়ে দেয়, রোজ কিয়ামতে আল্লাহ পাক তার দিকে ফিরে তাকাবেন না।

_____(বুখারি, মুসলিম, মিশকাত:৩৭৩)

.

3- যে পুরুষ বাজে নেশা করে।

অর্থাৎ মদ, সিগেরেট ইত্যাদি বিভিন্ন ধরনের নেশায় আসক্ত।

রাসুল (সা:) বলেছেন ----- আমার প্রভু তাঁর মহা ক্ষমতার শপথ করে বলেছেন, আমার যে কোন বান্দা এক ঢোক মদ পান করবে, আমি নিশ্চয় তাকে অনুরূপ পঁচা পুজ খাওয়াবো।

______(মিশকাতঃ ৩১৮)


4 - যে পুরুষ নিজের  স্ত্রীকে পর্দায় রাখতে চায় না।

হুজুর পাক (সাঃ) বলেন তিন প্রকার লোকের জন্য আল্লাহ বেহেশত হারাম করে দিয়েছেন। যথাঃ দৈনন্দিন মদ পানকারী, পিতামাতার অবাধ্যতা এবং দাইয়ূস অর্থাৎ যে তার পরিবারের অপকর্মসমূহকে স্বীকার করে নেয়।

অর্থাৎ তার পরিবারের অপকর্মসমূহকে দেখেও দেখে না। বাধা দান তো দুরে থাক উপরন্ত আশ্রয় প্রশ্রয় দেয়।

.

5 -যে পুরুষ  অসৎ উপায়ে উপার্জন করে।

রাসুল (সাঃ) বলেন, ফরযসমুহ আদায়ের পরে হালাল উপার্জন করা ফরয।

আল্লাহ যেন আমাদের সকলকে উত্তম জীবন সঙ্গী দান করেন আমিন

ইয়া রাব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন ।

..............

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks