অল্প বয়সে #বিয়ে করলে কি উপকার জানতে চাও
অল্প বয়সে #বিয়ে করলে কি উপকার জানতে চাও❓
এই সমাজ তোমাকে ভালো কিছু দিতে চায়না বরং তোমাকে পাপের সাগরে ডুবাতে চায়😥এইভাবে শেষ হয়ে যাচ্ছে আমাদের চরিত্র, পারছে না কেউ যৌবন কে পবিত্র রাখতে🙃
কারণ হচ্ছে #যৌবন এক ধরনের #ক্ষুধা। ক্ষুধা লাগলে যেমন খাবারের দরকার হয়, ঠিক তেমন যৌবনের ক্ষুধা লাগলে বউ দরকার হয়। কিন্তু সমাজ বলছে আগে প্রতিষ্ঠিত হও তারপর বিয়ের পিড়িতে বসো😡
অথচ এই আয়াতে #আল্লাহ বলেনঃ
وَأَنكِحُوا الْأَيَامَى مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِن يَكُونُوا فُقَرَاء يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
তুমি বিয়ে করো, তোমায় প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমি
আল্লাহর। অভাবে আছো অভাব দূর করে দেব। আল্লাহ বলেন, ধনী হতে চাও বিয়ে করো🖤
আবার #রাসুল (সা.) বলেছেন, ثَلَاثَةٌ حَقٌّ عَلَى اللَّهِ عَوْنُهُمْ: المُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ، وَالمُكَاتَبُ الَّذِي يُرِيدُ الأَدَاءَ، وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ العَفَافَ তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তায়ালার জন্য কর্তব্য হয়ে যায়।❤️
১। আল্লাহ তায়ালার রাস্তায় জিহাদকারী।
২। চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক্তি অনুযায়ী
সম্পদ আদায় করে মুক্ত হতে চায়।
৩। ওই বিবাহিত ব্যক্তি যে (বিবাহ করার মাধ্যমে) পবিত্র থাকতে চায়।
অল্প বয়সে বিয়ে করলে রোমান্টিকতার বহু সময় পাওয়া যায়।কেন এতো বিয়ে করতে দেরি? আল্লাহ তো অফার দিয়ে রাখছেন।
আল্লাহ তোমাকে বড়লোক বানিয়ে দেবেন তার
ওয়াদা দিয়েছেন। খামাখা কেন দেরি? বিয়ে কর, যৌবন শুরু হয়েছে, আল্লাহর দেয়া বিশাল অফারটাকে গ্রহণ করো।
বিয়ে করলে যে #উপকারিতা পাবে তা হলোঃ
১। লজ্জা স্থানের হেফাজত হয়।
২। বিবাহ চক্ষু নত করে রাখে।
৩। তাড়াতাড়ি ধনী হওয়া যায়।
৪। ইমান পরিপূর্ণ হয়।
৫। অসুস্থতা দূর হয়।
৬। ইবাদতে মজা পাওয়া যায়।
৭। আল্লাহর নৈকট্য লাভ করা যায়।
৮। মানসিক তৃপ্তি পাওয়া যায়।
এমন তৃপ্তি যেটা শুধু নিজের বউয়ের কাছে পাবে, যেনা করতে গিয়েও তা পাবে না।
৯। মেজাজ ঠান্ডা থাকে। মাথা কখনো গরম হবেনা।
১০। যৌবনের ক্ষুধা নিবারণ হয়।
আরো অনেক উপকারিতা আছে✅
খাবার না পেলে মানুষ যেমন ক্ষুধার যন্ত্রনায় হারাম
ভক্ষণ করে ফেলে। ঠিক সেই রকম বউ না থাকলে যৌবনের ক্ষুধার তাড়নায় অনেকে লজ্জা স্থান দিয়ে পর নারীর সাথে যিনা করে ফেলে❌
বিয়েকে সহজ কর, দেখবে সমাজ থেকে
অনেক জেনা ব্যভিচার কমে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks