আসুন সনাতন শিখি
আসুন সনাতন শিখি
""""""""""""""""""""""""""""""""
১) ঈশ্বর মাত্র একজন; দ্বিতীয় কেউ নেই।
- ছান্দগ্য উপনিষদ: অধ্যায় ০৬ অনুঃ ২ পরিঃ ০১
২) সর্ব শক্তিমান ঈশ্বরের কোন বাবা মা নেই।
তার কোন প্রভু নেই।
তার চেয়ে বড় কেউ নেই।
- শ্বেতাসত্র উপনিষদ অধ্যায় ০৬ অনুঃ ০৯
৩) তারা অন্ধকারে নিমজ্জিত আছে; যারা প্রাকৃতিক বন্তুর পূঁজা করে।
যেমনঃ আগুন, গাছ, সাপ ইত্যাদি।
- যযুর্বেদ অধ্যায় ৪০ অনুঃ ০9
৪) সর্বশক্তিমান ঈশ্বরের মত কেউ নেই ( তার কোন প্রতিমূর্তি নেই, প্রতিমা নেই, রুপক নেই, ভাস্কর্য নেই)।
- শ্বেতাসত্র উপনিষদ: অধ্যায় ০৪ অনুঃ ১৯
৫) সর্বশক্তিমান ঈশ্বরকে কেউ দেখতে পায়না।
- শ্বেতাসত্র উপনিষদ: অধ্যায় ০৪ অনুঃ ১০ পরিঃ ২০
৬) যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাংখা তারাই অপদেবতার পূজা করে।
- ভগবত গীতা : অধ্যায় ০৭ অনুঃ ২০
৭) লোকে জানে আমি কখনও জন্মাইনি ও উদ্ভূত হয়নি; আমি এই বিশ্বজগতের সবময় প্রভু
- ভগবত গীতা : অধ্যায় ১০ অনুঃ ০৩
৮) সর্বশক্তিমান ঈশ্বরের কোন মূর্তি নেই।
- যযুর্বেদ অধ্যায়ঃ ৩২ অনুঃ ০৩
৯) তারা আরো বেশি অন্ধকারে নিমজ্জিত আছে; যারা মানুষের তৈরী বস্তুর পূঁজা করে।
যেমন- মাটির পতুল, ভাস্কর্য ইত্যাদি।
- যযুর্বেদ অধ্যায় ৪০ অনুঃ ০9
১০) সৃষ্টিকর্তা সুমহান
গ্রন্থঃ ২০ খন্ডঃ ৫৮ মন্ত্রঃ ৩
১১) সত্য একটাই; ঈশ্বর একজনই।
জ্ঞানীরা ইশ্বরকে ডেকে থাকেন অনেক নামে।
- ঋগবেদ ০১ অনুঃ ৬৪ পরিঃ ৪৬
১২) সর্বশক্তিমান ঈশ্বর নিরাকার ও পবিত্র।
- যযুর্বেদ অধ্যায় ৪০ অনুঃ ০৮
১৩) ঈশ্বর বাদে আর কারো উপাসনা কর না; শুধুমাত্র তার উপসনা কর যিনি সুমহান ঈশ্বর।
- ঋগবেদ গ্রন্থঃ ০৮ খন্ডঃ ০১ মন্ত্রঃ ০১
আর ব্রক্ষাসূত্র বলেঃ ঈশ্বর মাত্র একজনই; দ্বিতীয় কউ নেই। কেউ নেই, কেউ নেই আর কেউ কখনও ছিলোও না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন