বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

বদনজর রোগে আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ

 






বদনজর রোগে আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ


১ শরীরের জ্বর থাকা , কিন্তু থার্মোমিটারে ওঠা । ঐ ধরনের আন্য কোনো অসূস্থ্ থাকি , কিন্তু মেডিকেল টেস্টৈ ধরা না পড়া।

২ একের পর এক রকমারি সব অসুখ লেগে থাকা। একটা অসুখ ভালো হতে না হতেই। আর একটা শুরু হাওয়া ।


৩ সাধারণ ও রোগী ব্যক্তি (সর্দি কাশি জ্বর, ডায়রিয়া ,ইত্যাদি ) দেখা দিয়ে দীর্ঘদিন চিকিৎসা। করেও তা ভালো হয় না, ওষুধ কাজ না করা।

৪ পড়াশোনা বা কাজ এমন না বসা। নামাজ জিকিরের অগ্রাহন হারিয়ে ফেলা । কিছুতে মনোযোগ দিতে না পারা ।

৬ সব সময় ঘুম ঘুম ভাব । সারাদিন হাই ওঠা ।

৭ চেহারা মলিন, আকাশে বা হলুদ হয়ে যাওয়া । চেহেরায় লাল ছোপ ছোপ দাগ হয়ে থাকা ।

৮ ক্ষুধা মন্দা, খাবারের রুচি না পাওয়ায় ।

৯ আয়তু মেজাজ বিগড়ে থাকা । 

১০ বুক ধড়ফড় করা, দম বন্ধ বা অস্বস্তি লাগা ।

৫ প্রায়শই শরীর দুর্বল থাকা । বমি বমি ভাব লাগা।






কোন মন্তব্য নেই: