পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

মাদ্রাসার শিক্ষক।

                                    








মাদ্রাসার শিক্ষক।


একটু প্রহার করলে, হুজুর একটু বেশী মারে।


আর আদর করলে, স্বভাব খারাপ, হুজুর ভাল না,


বেতন বাড়ানোর চাইলে, হুজুর এত লোভী কেন?


ছুটি চাইলে,, হুজুর বউয়ের গোলাম। 


ক্লাস টাইমে ক্লান্ত হয়ে কখনো একটু বিরতি নিলে, হুজুর ডিউটি করে না।


প্রয়োজনে মোবাইল হাতে নিলে, হুজুর মোবাইল পাগলা বলে

বহু রকম আইনের কথা শুনিয়ে দেয়।


ভালো পোষাক পরলে, হুজুর এত শৌখিন ভাব ধরে।


একটু নরমাল পোষাক পরলে, হুজুর দুনিয়ার খাচ্ছর, পরিষ্কার পরিচ্ছন্ন না,


চাকরি ছেড়ে বা পাশাপাশি ব্যবসা বা অন্য কিছু করলে

ঐ দেখো হুজুরের  জীবনটা নষ্ট, দুনিয়া পাইছে!


শুধু মাদ্রাসা মসজিদ নিয়ে বসে থাকলে বলবে এভাবে মাদ্রাসা মসজিদ নিয়ে পড়ে থাকলে চলবে!!

পাশাপাশি কিছু একটা করেন।

ভূলক্রমে হুজুরের একটা দোষ পাইলেই বলে সেতো মাদ্রাসার বিশাল ক্ষতি করলো মাদ্রাসাটা শেষ করে দিলো!


মাদ্রাসার  কমিটি, ও গার্জিয়ানদের এমন বহু কথা শুনেও মাদ্রাসার উস্তাদরা  বছরের পর বছর  তাদের সর্বোচ্চ চেষ্টা  দিয়ে দ্বীনের খেদমত ও ছাত্রদের উত্তম  চরিত্রের মানুষ হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করতে থাকেন,


তাই বলে আমাদের থেমে গেলে চলবে না,

বসে থাকলেও হবেনা কারন লোকে কি বলে আমাদের দেখার সময় নাই।গন্তব্য স্থলে আমাদের পৌঁছতেই হবে

       আল্লাহর প্রকৃত বান্দা হয়ে






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks