চরমোনাই দেওয়ানবাগী আটরশি ফুরফুরা মাইজভান্ডারী সকল পীর কে জানাই আসসালামু আলাইকুম সাহস থাকলে নিচের কয়টি প্রশ্ন উত্তর দিয়ে দেখান
1 ইতিহাসের সর্বপ্রথম পীর কে
2 পীর সাব আল্লাহর অলি তার প্রমাণ কি
3 পীর প্রথা আরব দেশে নেই কেন
4 পীর সাহেব যে মানুষকে জান্নাতে নিয়ে যাবে সে নিজে জান্নাতে যাবে তার প্রমাণ কি 5 পীর বাবা কিয়ামতে জাহাজ নিয়ে বের হবে এটার প্রমাণ কি
পীর এবং শাইখ এর কয়েকটি বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো...

পীর হতে গেলে শিক্ষাগত যোগ্যতা বা সার্টিফিকেট লাগে না!! দাদা পীর+ বাবাপীর +নাতীপীর অর্থাৎ সিলসিলায়ে পীর


শাইখ হতে হলে- পড়াশোনা তথা শিক্ষাগত যোগ্যতা বা সার্টিফিকেট লাগে।

প্রত্যেক পীরের ভিন্ন ভিন্ন তরিকা থাকে!

প্রত্যেক শায়খের আলাদা কোন তরিকা থাকে না।

প্রত্যেক পীরের নিজস্ব দরবার থাকে!

কিন্তু শাইখদের এই রকম কোনো নিদিষ্ট দরবার থাকে না।

প্রত্যেক পীরের মাজার থাকে এবং ওরশ হয়!

শাইখদের কবরকে মাজার বানানো হয় না এবং বছর শেষে ঔরশও হয় না।

পীর বলতে কুরআন সুন্নাহর বাহিরে মারেফতী এবং তরিকতী ধান্দা কে বুঝানো হয়!

শাইখ বলতে সাধারণতঃ সাধারণত কুরআন ও সহি সুন্নাহর আলেমকে বুঝানো হয়।

পীর বলতে হাতে গনা কিছু বিশেষ ব্যক্তিকে বুঝানো হয়!

পক্ষান্তরে কুরআন ও সহি হাদিস বিশেষজ্ঞ পৃথিবীর যেকেউ শাইখ হতে পারে।

পীরেরা জনগণকে তাদের নিজস্ব তরিকায় মুরীদ বানায়!

শাইখদের কোন নিজস্ব কোনো তরিকা নেই এবং কাউকে মুরীদও বানায় না।

অধিকাংশ পীরেরা শিরকী তা'বীজ বিক্রি করে!

শাইখ গণ তা'বীজ দেয় না।
পীরেরা পূর্ববর্তী বাবা বা দাদার কাহিনী, বই ও তরিকা শিক্ষা দেয়!
শাইখ গণ শুধু কুরআন ও হাদীস শিক্ষা দেয়।
অধিকাংশ পীরদের দরবারে বা মাজারে শিরক বিদআত হয়!
শাইখদের দরবার ও মাজার নেই- তাই শির্ক-বিদআতের কোন চিহ্ন নেই।
মক্কা মদিনায় বিশ্বের শ্রেষ্ঠ শাইখগণ দেখা যায়।
কিন্তু আশ্চর্যের বিষয় সেখানে কোনো পীর নেই!দুই লাইনের ছোট্ট কবিতা দিয়ে শেষ করি-
কুরআন আর সহি হাদীসের স্বচ্ছ ভূবনে আজ,
নিরুঙ্কুস ভাবে জ্বলিতেছে যেন জাহিলিয়াতের রাজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks