বুজতে পারলে নিজের অনেক কিছু বদলাতে ইচ্ছা করবে। ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী। পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়।
ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।
প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই,ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।
আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।
পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11.
মিনিটে চলে ৬৬০ কিঃ মিঃ বেগে,
ঘন্টায় চলে ৩৯ হাজার কিঃমিঃ বেগে।
যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায় তাহলে সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর, যা কোনদিন সম্ভব নয়। আমরা যেটাকে আকাশ মনেকরি সেটা আকাশ নয়, এটা মহাশূন্যের স্তর, প্রথম আকাশ অনেক দুরে।
গ্যালাক্সি, সুপার নোভা,ব্লাক হোল এগুলো ১ম আকাশ নয়,
১ম আকাশের মহাশুন্য শুরু তারপর ১ম আকাশ।
তারপর ২য় আকাশের মহাশুন্য শুরু তারপর ২য় আকাশ।
তারপর ৩য় আকাশের মহাশুন্য শুরু
তারপর ৩য় আকাশ এভাবে
৪র্থ আকাশের মহাশুন্য,
তারপর ৪র্থ আকাশ।
তারপর ৫ম আকাশের মহাশুন্য,
তারপর ৫ম আকাশ।
৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে। গাছটির নাম সিদরাতুলমুনতাহা। বিশ্ব নবী( সাঃ) বলেছেন,তোমার আংটি যদি সাহারা
মরুভূমিতে ফেলে দেওয়া হয়,বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততোটা ছোট..আল্লাহু আকবার।৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ। আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন। আল্লাহর সিংহাসন কত বড়?
আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে।
আল্লাহু আকবার।
মালিক তোমার সৃষ্টি সম্পর্কে জানা ও বুঝার তাওফিক নসিব করো।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন