কি চমৎকার সমাধান!!
যখন আমি কষ্ট পাই কোরআন বলে : " নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে ।...... [ সূরা ইনশইরাহ ]
যখন আমি সুখ চাই, কোরআন বলে : "আল্লাহ কষ্টের পরেই সুখ দিবেন " ... [ সূরা তালাক : ০৭ ]
যখন আমি প্রিয় জিনিসটা পেলামনা,, কোরআন বলে :" তোমাররা হইতো এমন জিনিস পছন্দ কর যা তোমাদের জন্য অকল্যানকর ".... [ সূরা বাক্কারা : ২১৫ ]
যখন আমি কষ্ট সহ্য করতে চাই না,, কোরআন বলে : যারা ইমান এনেছে এবং সৎকাজ করেছে আর আমি কাউকে তার সামর্থ্য এর অতিরিক্ত দায়িত্ব অর্পণ করি না। তারা হচ্ছে জান্নাতবাসী যেখানে তারা চিরকাল থাকবে ".... [ সূরা আরাফ: ৪২ ]
যখন আমি আল্লাহর সাহায্য চাই, কোরআন বলে : " ভেঙে পড়না, নিরাশ হইওনা, আল্লাহর সাহায্য আসবেই এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখ আল্লাহর সাহায্য অতি নিকটে "।..... [ সূরা বাক্কারা :২১৪ ]
যখন আমি হতাশায় থাকি, কোরআন বলে : " আল্লাহর উপর ভরসা কর যদি তোমরা বিশ্বাসী হও "।
... [ সোরা মায়িদা : ২৩ ]
যখন আমি ধৈর্য ধারন করি, কোরআন বলে : " যারা সবরকারী তারা পুরষ্কার পায় অগনিত "... [ সূরা যুমার : ১০ ]
যখন আমি বিপদে পড়ি, কোরআন বলে : " আমি অবশ্যই তোমাদেরকে পরিক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা , মাল, ও জানের ক্ষতি এবং ফল_ ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। ... [ সূরা বাক্কারা : ১৫৫ ]
" অবশ্যই তুমি পাবে যা চলে গেছে, তার চেয়ে উত্তম "। ... [ সূরা আনফাল : ৭০ ]
" খুব শীগ্রই তোমার রব তোমাকে এত দেবে যে তুমি খুশি হয়ে যাবে "! ... [ সূরা : আদ _ দুহা : ০৫ ]
আজ প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্মের বিনিময় দিয়ে দেয়া হবে, আজ কারো প্রতি যুলুম করা হবে না। নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব সম্পন্নকারী।
💎সূরা মু'মিন-১৭💎
👉“কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন ?
খুব যত্ন করে দিন... যাতে কেউ টের না পায়!
তবে নিজেকেও একটু তৈরী রাখবেন ভবিষ্যতের জন্য.......
যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন, দুনিয়াতেই তার পুরোটা না হলে ও মিনিমাম এক তৃতীয়াংশ ভোগ করে যেতে হবে.........
গোলাকার এই পৃথিবীতে আপনার দেয়া কষ্টগুলো ঘুরেফিরে কিন্ত আপনার কাছেই একদিন না একদিন ফেরত আসবে!!!
আপনি নিজেই আত্ম অনুশোচনায় ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে; হয়তোবা যেটা আপনার "so called" ইগোর জন্য ঐ মানুষটার কাছে মাফও চাইতে পারবেন না .....!
অভিশাপ না দিলেও "রুহের হায়" বলে একটা কথা আছে, যাকে “#Revenge_of_Nature” বলে। কোরআন-এর ভাষায় যেটা “#কিফারাহ্”। এ সম্পর্কে বেশ কয়েক বার বলা আছে কোরআনে। যেটা আমাদের বিশ্বাস করতেই হবে।
কারণ মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামীন কাউকে ঠকান না, তিনি কারোর একার না। তিনি সবার।
💚কোরআন মজীদে আল্লাহ তা'আলা স্পষ্ট উল্লেখ করেছেন, কিয়ামত দিবসে আমি স্থাপন করবো ন্যায় বিচারের দাঁড়িপাল্লা সমূহ। সুতরাং কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না। কর্ম যদি সরিষার দানা পরিমান ওজনের হয়, তবুও তা আমি উপস্থিত করবো। হিসাব গ্রহণকারী রূপে আমিই যথেষ্ট।
💎সূরাঃ আম্বিয়া, আয়াত-৪৭💎



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন