শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

পরমাণুতে ফাঁকা জায়গা না থাকলে বিশ্বের ৭০০ কোটি মানুষ এঁটে যেত চিনির কিউবে!😳

 




পরমাণুতে ফাঁকা জায়গা না থাকলে বিশ্বের ৭০০ কোটি মানুষ এঁটে যেত চিনির কিউবে!😳


ভাবতে পারেন, আপনার নিজের ঘরে আপনি কতটুকু জায়গা দখল করে রাখেন? কিংবা শুধু নিজের রুমে? যদি জিজ্ঞেস করি, আর কতজন মানুষ আপনার বাসায় গাদাগাদি করে থাকতে পারবে? এতটাই যে যেন একটা বালির দানাও আর রাখার জায়গা থাকবে না—একটা আন্দাজ করতে পারেন?


আচ্ছা, যদি বলি, পুরো পৃথিবীর ৭.৩ বিলিয়ন মানুষ—হ্যাঁ, পুরো মানবজাতি আপনার বাসার মতো বড় জায়গাও লাগবে না তাদের ধরাতে? যদি বলি, সবাই মিলে একটা চিনির দানার মধ্যে ফিট হয়ে যেতে পারবে? অবিশ্বাস্য লাগছে তো?

তবে এটা নিছক কল্পনা নয়। এর পেছনে রয়েছে একেবারে বৈজ্ঞানিক যুক্তি। বোঝার জন্য আমাদের আগে একটু ফিরে যেতে হবে মূল বিষয়টিতে—পদার্থ এবং পরমাণু।


পদার্থ কী?

যে কোনো কিছু যার ভর আছে এবং স্থান দখল করে, সেটাকেই বলা হয় পদার্থ (ভিন্ন সংজ্ঞাও রয়েছে)। আমরা যা কিছু দেখি বা ছুঁতে পারি, সবই তৈরি পরমাণু দিয়ে। আর পরমাণুই হলো এই পদার্থের মূল নির্মাতা। ধরা যাক, সবচেয়ে সহজ একটি মৌলিক উপাদান—হাইড্রোজেন। এর মাত্র একটি ইলেকট্রন রয়েছে। যদি হাইড্রোজেনের পরমাণুর গঠন দেখা যায়, তাহলে মাঝখানে থাকবে নিউক্লিয়াস, আর চারপাশে কক্ষপথে ঘুরে বেড়াবে ইলেকট্রন।


কিন্তু এখানে আসল ব্যাপার হলো—এই পরমাণুর ভিতরে যত জায়গা থাকে, তার বেশিরভাগই ফাঁকা! শুধু হাইড্রোজেন নয়, সব পরমাণুই এমন। নিউক্লিয়াসটা অনেক ছোট্ট, আর চারপাশটা বেশিরভাগটাই খালি। আমরা সবাই লাখো-কোটি পরমাণু দিয়ে তৈরি। প্রতিটি পরমাণুর বেশিরভাগ অংশই খালি। যদি কোনোভাবে এই খালি জায়গা বাদ দিয়ে শুধু নিউক্লিয়াসগুলোই রাখা যায়, তাহলে আমাদের শরীরের আকার হতে অনেক, অনেক ছোট। তখন পুরো মানবজাতিকেই যদি এইভাবে সংকুচিত করা যায়, তাহলে সেটার আকার হবে মাত্র একটা চিনির দানা বা কিউবের মতো! তবে ভর কত হবে? সেটা হবে কয়েক বিলিয়ন টনের মতো! কারণ তখন শুধু ঘন পদার্থই থাকবে, ফাঁকা কিছুই থাকবে না। আসলে এই "চিনির দানা" তুলনাটাও একটু বাড়িয়ে বলা। বাস্তবে হয়তো তার থেকেও ছোট হবে। ভাবুন তো, একটা বিশাল কম্প্যাক্ট মেশিনে পুরো মানবজাতিকে চেপে ফেললে, সেটা হয়তো আপনার আঙুলের ডগায় ধরে রাখার মতো ছোট হবে! — 


Cp from Science Galaxy




If there were no empty space in an atom, 7 billion people in the world would fit in a sugar cube! 😳


Can you imagine, how much space do you occupy in your own house? Or just in your own room? If I ask, how many more people can live in your house? So much so that there is no room for even a grain of sand—can you guess?


Well, if I say, the entire world's 7.3 billion people—yes, the entire human race—wouldn't you need a space as big as your house to hold them? If I say, they could all fit into a grain of sugar? Sounds incredible, right?


But this is not just imagination. There is a completely scientific logic behind it. To understand, we first have to go back to the main subject—matter and atoms.


What is matter?

Anything that has mass and occupies space is called matter (there are different definitions). Everything we see or touch is made up of atoms. And atoms are the main builders of this matter. Let's take the simplest element—hydrogen. It has only one electron. If you look at the structure of a hydrogen atom, you'll see the nucleus in the middle, and electrons orbiting around it.


But the real thing here is—most of the space inside this atom is empty! Not just hydrogen, but all atoms are like that. The nucleus is very small, and most of the surrounding space is empty. We are all made up of millions of atoms. Most of each atom is empty. If we could somehow remove this empty space and keep only the nuclei, our bodies would be much, much smaller. If the entire human race could be compressed like this, its size would be just like a sugar cube! But how much would it weigh? It would be like a few billion tons! Because then there would only be dense matter, no empty space. In fact, this "sugar cube" comparison is a bit of an exaggeration. In reality, it might be even smaller. Just think, if you squeezed the entire human race into a huge compact machine, it would probably be small enough to hold on your fingertip! —


Cp from Science Galaxy

কোন মন্তব্য নেই: