বুধবার, ৫ মে, ২০২১

''আমার ৫০ টাকার একটা নোট এখানে হারিয়ে গেছে

  


 


 

 

 

''আমার ৫০ টাকার একটা নোট এখানে হারিয়ে গেছে

 

এক গলির রাস্তার মোড় দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তাকিয়ে দেখি ইলেকট্রিক পোষ্টের সাথে একটি কাগজ ঝুলছে উৎসাহ নিয়ে সামনে এগিয়ে দেখি কাগজের গায়ে লেখা,

''আমার ৫০ টাকার একটা নোট এখানে হারিয়ে গেছে। আপনারা যদি কেউ খুঁজে পান তবে আমাকে সেটি পৌছে দিলে বাধিত হব, আমি বয়স্ক মহিলা চোখে খুব কম দেখি" তারপরে নিচে একটি ঠিকানা

আমি এরপর খুঁজে খুঁজে ঠিকানায় গেলাম। হাঁটা পথে মিনিট পাঁচেক। গিয়ে দেখি একটি জরাজীর্ণ বাড়ির উঠোনে এক বয়স্ক বিধবা মহিলা বসে আছেন। আমার পায়ের আওয়াজ পেয়ে জিজ্ঞাসা করলেন "কে এসেছ?"

আমি বললাম, "মা, আমি রাস্তায় আপনার ৫০ টাকা খুঁজে পেয়েছি আর তাই সেটা ফেরত দিতে এসেছি।"

এটা শুনে মহিলা ঝরঝর করে কেঁদে দিয়ে বললেন, ' বাবা, এই পর্যন্ত অন্তত ৩০-৪০ জন আমার কাছে এসেছে এবং ৫০ টাকা করে দিয়ে বলেছে যে তারা এটি রাস্তায় খুঁজে পেয়েছে। বাবা, আমি কোন টাকা হারাই নাই, লেখাগুলোও লিখিনি। আমি খুব একটা পড়ালেখা জানিও না

আমি বললাম, সে যাইহোক সন্তান মনে করে আপনি টাকাটা রেখে দিন। আমার কথা শোনার পর টাকাটা নিয়ে বললেন 'বাবা আমি খুব গরীব কি যে তোমায় খেতে দি! একটু বসো। একটু পানি অন্তত খাও।' বলে ঘরে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এলেন।

ফেরার সময় তিনি বললেন, "'বাবা, একটা অনুরোধ তুমি যাওয়ার সময় কাগজটা ছিঁড়ে ফেলো সত্যি আমি লিখিনি।"

আমি ওনার বাড়ি থেকে বের হওয়ার সময় মনে মনে ভাবছিলাম, সবাইকে উনি বলার পরেও কেউ কাগজটি ছেড়েনি!

আর ভাবছিলাম মানুষটির কথা যিনি নোটটি লিখেছেন। সহায়সম্বলহীন বয়স্ক মানুষটাকে সাহায্য করার জন্য এত সুন্দর উপায় বের করার জন্য তাকে মনে মনে ধন্যবাদ দিচ্ছিলাম।

হঠাৎ ভাবনায় ছেদ পড়লো একজনের কথায়। তিনি এসে বললেন, 'ভাই, এই ঠিকানাটা কোথায় বলতে পারেন, আমি একটি ৫০ টাকার নোট পেয়েছি , এটা ওনাকে ফেরত দিতে চাই।'

ঠিকানাটা দেখিয়ে দিয়ে হঠাৎ করে দেখি চোখে জল চলে আসল, আর আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললাম, দুনিয়া থেকে মানবতা শেষ হয়ে যায়নি!

এই ভাবেই বেঁচে থাকুক আমাদের মধ্যে মানবতা







 


 

"I have lost a Rs 50 note here
 

As I was walking down an alley, I suddenly saw a paper hanging with an electric post. Encouraged, I look forward to the writing on the paper,

"I have lost a Rs 50 note here. If you find one, I'll give it to you. I rarely see it in the eyes of an old woman. "

I then went to that address to find out. Five minutes on the way. I went and saw an old widow sitting in the yard of a dilapidated house. At the sound of my footsteps he asked "Who are you?"

I said, "Mom, I found your 50 rupees on the street and so I came to return it."

On hearing this, the woman burst into tears and said, 'Dad, so far at least 30-40 people have come to me and paid 50 rupees and said that they found it on the street. Dad, I didn't lose any money, I didn't write those things. I don't know much about reading.

I said, he thinks he is a child anyway, you keep the money. After listening to me, he took the money and said, 'Dad, am I too poor to feed you? Sit down. At least drink some water. ' He went home and brought a glass of water.

When he returned, he said, "Dad, tear up the paper when you leave. I really didn't write it."

As I was leaving his house, I thought to myself, no one left the paper even after he told everyone!

And I was thinking about the man who wrote that note. I was thanking him in my heart for coming up with such a wonderful way to help that helpless old man.

Suddenly the thought was interrupted by someone's words. He came and said, 'Brother, where can you tell me this address, I have received a 50 rupees note, I want to return it to him.'

After showing the address, I suddenly saw tears in my eyes, and I looked at the sky and muttered, humanity is not over from the world!

May humanity in us survive in this way.

 

 

 

 

 

 

 


কোন মন্তব্য নেই: