অনেকেই তর্ক করে বিড়ি, সিগারেট, জদ্দা, গুল খাওয়া হালাল নাকি হারাম?
☆ বিড়ি, সিগারেট, তামাক, গুল, জদ্দা, হালাল নাকি হারাম ?👇
অনেকেই তর্ক করে বিড়ি, সিগারেট, জদ্দা, গুল খাওয়া হালাল নাকি হারাম?
অনেকেই এটাকে জায়েয করার জন্য মাকরুহ বলার চেষ্টা করে।
এই নিয়ে কিন্তু এই লেখাটি এ বিষয়ে তর্কের সমাপ্তি করবে বলে আশা করছি।
:
কুরআন-হাদীস কি বলে একটু দেখে নেয়ার পর আমরা নিজেরাই সিদ্ধান্ত নেবো"" ইনশাআল্লহ।
:
★ সিগারেটের গায়ে লেখা থাকে "ধুমপান মৃত্যু ঘটায়"। মহান আল্লহ বলেন,"তোমরা নিজেদেরকে ধ্বংসেরদিকে নিক্ষেপ করো না।"
:
_____[বাকারা-১৯৫]
★ বিড়ি , সিগারেট জর্দা, তামাক, গুল, নেশা জাতীয় জিনিস। নবী (স) বলেছেন, "প্রত্যেক নেশার বস্তুই মাদক (খাবার) আর প্রত্যেক নেশার জিনিসই হারাম।"
:
_____[সহিহ মুসলিম-২০০৩]
★ কেউ একসাথে ১০ টি সিগারেট খেলে তার নেশা হতে বাধ্য। রসূল (স) বলেছেন, "যা অধিক সেবন করলে নেশার সৃষ্টি হয় তা কম সেবন করাও হারাম।"
:
__[তিরমিযি-১৮৬৫, আবু দাঊদ-৩৬৮১]
★ বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল অপবিত্র জিনিস। মহান আল্লহ বলেন, "তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল ও অপবিত্র বস্তু হারাম করা হয়েছে।"
:
_____[আরাফ-১৫৭]
★সিগারেটে, বিড়ি, তামাক, গুল, জর্দা, অপব্যায় ছাড়া কোন ফায়দা নেই। মহান আল্লহ বলেন, "নিশ্চয়ই অপব্যায়কারী শয়তানের ভাই ।"
:
[সূরা ইসরা-২৭]
★সিগারেটের ধোঁয়ায় মানুষ চরমকষ্ট পায়। রসূল (স) বলেন "যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্টনা দেয়।"
:
_____ [সহিহ বুখারী]
★সিগারেট পুষ্টিকর কিংবা ক্ষুধা নিবারণ মূলকও কিছুই নয়। জাহান্নামীদের খাবারের প্রসঙ্গে মহান আল্লহ বলেন, "এটা তাদের পুষ্টিও যোগাবে না ক্ষুধাও নিবারণ করবে না।"
:
______ [সূরো গাশিয়াহ-৭]
🎙️এ বার আপনি সিদ্ধান্ত নিন হারাম বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তামাক খাবেন নাকি ছেড়ে দেবেন❓
:
💎 আর আমরা যারা বিড়ি, সিগারেট, জর্দা, তামাক,গুল খাই না, মহান আল্লহ আমাদেরকে
যাতে এসব থেকে দূরে রাখেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন