২৪ . মূল আয়াতে আছে-------------- "যেদিন পায়ের গোছা অনাবৃত করা হবে"সাহাবা ও তাবেয়ীনগনের এক দলের মতে একথাটি প্রচলিত প্রবাদ হিসেবে ব্যবহৃত হয়েছে৷ আরবী প্রবাদে দু'দিনের আগমনকে "পায়ের গোছা অনাবৃত করা" বলে বুঝানো হয়৷ হযরত আবদুল্লাহ ইবনে আব্বাসও কথাটির একই অর্থ বর্ণনা করেছেন৷ আরবী ভাষা থেকে তিনি এর স্বপক্ষে প্রমাণও পেশ করেছেন৷ হযরত আবুদুল্লাহ ইবনে আব্বাস এবং রাবী ইবনে আনাছ থেকে বর্ণিত অপর একটি ব্যাখ্যায় পায়ের গোছা অনাবৃত করার অর্থ করা হয়েছে সত্যকে আবরণ মুক্ত করা৷ এ ব্যাখ্যা অনুসারে অর্থ হবে,যেদিন সব সত্য উন্মুক্ত হবে এবং মানুষের সব কাজ কর্ম ষ্পষ্ট হয়ে সামনে আসবে৷
﴿يَوْمَ يُكْشَفُ عَن سَاقٍ وَيُدْعَوْنَ إِلَى السُّجُودِ فَلَا يَسْتَطِيعُونَ﴾
৪২) যেদিন কঠিন সময় এসে পড়বে ২৪ এবং সিজদা করার জন্য লোকদেরকে ডাকা হবে৷ কিন্তু তারা সিজদা করতে সক্ষম হবে না৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন