বিছমিল্লাহির রাহমানির রাহীম।
সূরা আল-মুমিনুন আয়াত ১
قَدْ أَفْلَحَ ٱلْمُؤْمِنُونَ
মুমিনগণ সফলকাম হয়ে গেছে,
👎
সূরা আল-মুমিনুন আয়াত ২
ٱلَّذِينَ هُمْ فِى صَلَاتِهِمْ خَٰشِعُونَ
যারা নিজেদের নামাযে বিনয়-নম্র;
💜💜💜💜হাদীস💜💜💜💜💜
👎
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ
তোমাদের কেউ যতক্ষণ তার সালাতের স্থানে থাকে তার উযূ ভঙ্গ না হওয়া পর্যন্ত তার জন্য মালাকগণ (ফেরেশতাগণ) এ বলে দু‘আ করেন যে,
হে আল্লাহ্!
আপনি তাকে ক্ষমা করে দিন,
হে আল্লাহ!
আপনি তার উপর রহম করুন।
আর তোমাদের মাঝে যে ব্যক্তির সালাতই তাকে বাড়ি ফিরে যাওয়া হতে বিরত রাখে,
সে সালাতে রত আছে বলে পরিগণিত হবে।
সহীহ বুখারী হাদিস নং ৬৫৯
হাদিসের মান: সহিহ হাদিস।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন