রবিবার, ২৫ জুলাই, ২০২১

ফেসবুক

 






🔴🔴আপনি ঘুমাচ্ছেন কিন্তু ফেরেস্তারা আপনার আমল নামায় গোনাহ লিখে যাচ্ছে।

আপনি নামাজ পড়ছেন আমল করছেন তবুও গোনাহ লিখে যাচ্ছে,আপনি খাচ্ছেন,পড়াশোনা করছেন কিংবা চুপচাপ বসে আছেন তবুও গোনাহ লিখা হচ্ছে।কিন্তু কেন অপরাধ টা কি??


🔴🔴কারন আপনি এখন কিছু না করলেও অনেকগুলো ননমাহরুমের চোখ আপনার ফেইসবুক জগতে নিজের অথবা অন্যান্য মেয়েদের বেপর্দা সব পিক দেখে যাচ্ছে,অথবা অশালীন অযথা সব পোস্ট,আপলোড করা ভিডিও শেয়ারিং এর মাধ্যমে নিজের আমল নামায় গোনাহে জারিয়া (অর্থাৎ চলমান পাপ)বসিয়ে রেখেছেন।অর্থাৎ যতদিন এই ভিডিওগুলো মানুষ দেখবে ততদিন পর্যন্ত অর্থাৎ মৃত্যুর পরেও গোনাহে জারিয়া হিসেবে আপনার আমল নামায় চলতে থাকবে ভাবা যায় কি মহাপাপ করতেছি আমরা।😥


🔴🔴অথচ আপনি চাইলেই আপনার ফেইসবুক ওয়াল হতে পারতো আমলনামার একটা অংশ। যেখানে থাকবে সুন্দর ও কল্যানকর সব পোস্ট,আপনি হুশিয়ারি থাকবেন নিষিদ্ধ বিষয় থেকে। আপনি এটাকে বানাতে পারতেন সদকায়ে জারিয়া,ফেইসবুকে সব পোস্টই তারিখ অনুযায়ী পেছনে গেলেই আপনার কর্মের ফিরিস্তি হবে।

 

 


🔴🔴ফলবতী গাছ হোন।যার ছায়া অন্যদের অজ্ঞাতার তাপ থেকে রক্ষা করবে।যার ফল অবসরের ক্ষুধা মেটায়।আপনার বন্ধুদের জন্য উপকারী বিষয় উপস্থাপন করুন।তাদের কষ্ট বেদনায় নিজের কমিউনিটি নিয়ে পাশো দাঁড়ান।কখনো পরের বোঝা বা ক্ষতির কারন হয়ে দাঁড়াবেন না। মানুষের সমালোচনা অন্যের বিষয়ে নাক গলানো থেকে বিরত থাকুন।আপনার ফেইসবুক পাতাটিকে বানান ইসলাম ও শান্তির।এমন পাতা যা আপনার নাম ও কীর্তিতে সদা-সর্বদা আলোচিত ও স্পন্দিত হতে থাকবে।সর্বোপরী মনে রাখবেন আপনার প্রতিটি কর্মকান্ড পর্যবেক্ষন করা হচ্ছে।


🔴🔴আমার প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা আবারও বলি ভেবে দেখুন আপনি এই মাধ্যমটিকে কোন কাজে ব্যায় করছেন?পরপুরুষ বা পরনারীর সাথে শুধু বিরতিহীন ভাবে চ্যাট আর পরস্পর গান বাজনা সিনেমার তথ্য শেয়ারেই কি সীমাবদ্ধ আপনি?ঘন্টার পর ঘন্টা সময় ব্যায় করছেন অশালীন কাজে অথচ আপনার সবকিছুই একদম রেকর্ড হচ্ছে সিসি ক্যামেরার মতো নির্ভুলভাবে।ভাবছেন আগামী কাল থেকে পরিবর্তন হবেন হতে পারে আজকেই আপনার শেষ দিন,কত মানুষ আগামীকাল করতে করতেই কবরে চলে গেছে, 

এইবার সিদ্ধান্ত আপনার????


কোন মন্তব্য নেই: