করোনা যখন হেদায়েতের আলো!
অশ্লীল জগতের অন্যতম সাবেক স্টার "সানাই মাহবুব" ইসলামের পথে ফিরে এসেছেন,
তার ফিরে আশার কারণ তিনি নিজেই বর্ণনা করেছেন:
তিনি বলেন আমি গত এক বছর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হলে আমাকে এক পর্যায়ে আইসিইউতে ভর্তি করা হয়। আমি সেই মূহুর্তে তাওবা করি এবং আল্লাহর কাছে বলি, আমি যদি এই মূহুর্তে মারা যাই আমি কি নিয়ে যাবো সাথে? আমার তো আমল নামায় ভালো আমল বলতে কিছুই নেই।
হে আল্লাহ আপনি যদি আমাকে এখান থেকে মুক্তি দান করেন তাহলে আমি আমার অতীতের সকল পাপাচারের পথ বন্ধ করে দেবো আর বাকিটা জীবন তোমার পথে ব্যায় করবো।
.
আল্লাহ হয়তো বা তার তাওবা কবুল করেছেন। যার কারণে তিনি মৃত্যুর দারপ্রান্তে গিয়েও আল্লাহর ইচ্ছায় সেখান থেকে ফিরে এসেছেন এবং ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছেন। সবই উপর ওয়ালার ইচ্ছা।
.
সানাই মাহবুব আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, আমার এই নতুন জীবন আল্লাহর দেয়া দান। আলহামদুলিল্লাহ
যতদিন বাচি আমি আল্লাহর ইবাদতেই পার করবো ইনশাআল্লাহ
তিনি আরো বলেন আমার অফিসিয়াল পেইজ সহ আমার ব্যাক্তি আইডিও বন্ধ রেখেছি।
সবাই আমার জন্য দু'আ করবেন।
------
এই মহামারীকে কেন্দ্র করে এর আগেও অনেক বাংলাদেশের নাটক-সিনেমার বিশেষ করে নাইকারা এবং ইউটিউবার অশ্লীল জগত থেকে ফিরে এসেছেন। আলহামদুলিল্লাহ
যারা তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, তাদের সম্পর্কে মহান আল্লাহতালা বলেন:
নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালবাসেন যারা তাঁর কাছে তওবা করে, এবং তিনি তাদেরকে ভালবাসেন যারা নিজেদেরকে পবিত্র করে।
— কুরআন, সূরা ২ (আল-বাকারা), আয়াত ২২২
অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন, যারা ভূলবশত মন্দ কাজ করে, অতঃপর অনতিবিলম্বে তওবা করে, এরাই হল সেসব লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন; নিশ্চিই আল্লাহ মহাজ্ঞানী।
— কুরআন, সূরা ৪ (আন-নিসা), আয়াত ১৭-১৮
রাসূলুল্লাহ বলেছেন, "প্রত্যেক আদম সন্তানই পাপ করে, পাপীদের মধ্যে তারাই সর্বোত্তম যারা তওবা করে।"/রাসূলুল্লাহ বলেছেন, "প্রত্যেক আদম সন্তান ত্রুটিশীল ও অপরাধী, আর অপরাধীদের মধ্যে উত্তম লোক তারা যারা তওবা করে।"
আহমাদ ১৩০৪৯, তিরমিযী ২৪৯৯, ইবনে মাজাহ ৪২৫১, দারেমী ২৭২৭, বাইহাক্বী ৭১২৭
আল্লাহর রাসূল বলেন, "তোমাদের কেও মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে যতটা খুশি হয়, আল্লাহ তাঁর বান্দার তওবাতে তাঁর চেয়েও বেশি খুশি হন।"
— সহীহ বুখারী, ৮:৭৫:৩২১ (ইংরেজি)
তওবা করার ফলে বান্দার সমূহ পাপকে আল্লাহ তায়ালা পুণ্যে পরিণত করে দেন।
আল্লাহতায়ালা ইরশাদ করেন,
যারা তওবা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের পাপকে পুণ্য দ্বারা পরিবর্তিত করে দেন'। (সুরা ফুরকান, আয়াত-৭০)।
আমরা দু'আ করবো আল্লাহ যেন তাদের তাওবা কবুল করেন এবং ইসলামের পথে অটল থাকার তাওফিক দান করেন। আমীন

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন