রবিবার, ২৫ জুলাই, ২০২১

আল্লাহ যদি তোমাদের অন্তরে কোন রকম মঙ্গলচিন্তা রয়েছে বলে জানেন,

 

 

 

 বিছমিল্লাহির রাহমানির রাহীম।

                 আল্লাহ কোরআন

                              মাজীদে বলেন।

👎

সূরা আল-আনফাল আয়াত ৭০


يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ قُل لِّمَن فِىٓ أَيْدِيكُم مِّنَ ٱلْأَسْرَىٰٓ إِن يَعْلَمِ ٱللَّهُ فِى قُلُوبِكُمْ خَيْرًا يُؤْتِكُمْ خَيْرًا مِّمَّآ أُخِذَ مِنكُمْ وَيَغْفِرْ لَكُمْ وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ


হে নবী, 

তাদেরকে বলে দাও,

 যারা তোমার হাতে বন্দী হয়ে আছে যে, 

আল্লাহ যদি তোমাদের অন্তরে কোন রকম মঙ্গলচিন্তা রয়েছে বলে জানেন, 

তবে তোমাদেরকে তার চেয়ে বহুগুণ বেশী দান করবেন যা তোমাদের কাছ থেকে বিনিময়ে নেয়া হয়েছে। 


তাছাড়া তোমাদেরকে তিনি ক্ষমা করে দিবেন।

 বস্তুতঃ

 আল্লাহ ক্ষমাশীল, করুণাময়।

👎

সূরা আল-আনফাল আয়াত ৭১


وَإِن يُرِيدُوا۟ خِيَانَتَكَ فَقَدْ خَانُوا۟ ٱللَّهَ مِن قَبْلُ فَأَمْكَنَ مِنْهُمْ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ


আর যদি তারা তোমার সাথে প্রতারণা করতে চায়-

বস্তুতঃ 

তারা আল্লাহর সাথেও ইতিপূর্বে প্রতারণা করেছে, অতঃপর

 তিনি তাদেরকে ধরিয়ে দিয়েছেন। 

আর আল্লাহ সর্ববিষয়ে পরিজ্ঞাত, সুকৌশলী।

👎

সূরা আল-আনফাল আয়াত ৭২


إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَهَاجَرُوا۟ وَجَٰهَدُوا۟ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ فِى سَبِيلِ ٱللَّهِ وَٱلَّذِينَ ءَاوَوا۟ وَّنَصَرُوٓا۟ أُو۟لَٰٓئِكَ بَعْضُهُمْ أَوْلِيَآءُ بَعْضٍ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَلَمْ يُهَاجِرُوا۟ مَا لَكُم مِّن وَلَٰيَتِهِم مِّن شَىْءٍ حَتَّىٰ يُهَاجِرُوا۟ وَإِنِ ٱسْتَنصَرُوكُمْ فِى ٱلدِّينِ فَعَلَيْكُمُ ٱلنَّصْرُ إِلَّا عَلَىٰ قَوْمٍۭ بَيْنَكُمْ وَبَيْنَهُم مِّيثَٰقٌ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ


এতে কোন সন্দেহ নেই যে,

 যারা ঈমান এনেছে, দেশ ত্যাগ করেছে,

 স্বীয় জান ও মাল দ্বারা আল্লাহর রাহে জেহাদ করেছে এবং যারা তাদেরকে আশ্রয় ও সাহায্য সহায়তা দিয়েছে, 

তারা একে অপরের সহায়ক। 


আর যারা ঈমান এনেছে কিন্তু দেশ ত্যাগ করেনি তাদের বন্ধুত্বে তোমাদের প্রয়োজন নেই,

 যতক্ষণ না তারা দেশত্যাগ করে। 

অবশ্য যদি তারা ধর্মীয় ব্যাপারে তোমাদের সহায়তা কামনা করে, 

তবে তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য। 

কিন্তু তোমাদের সাথে যাদের সহযোগী চুক্তি বিদ্যমান রয়েছে, 

তাদের মোকাবেলায় নয়। 

বস্তুতঃ 

তোমরা যা কিছু কর, আল্লাহ সেসবই দেখেন।

 

 

 

 

কোন মন্তব্য নেই: