বুধবার, ৭ জুলাই, ২০২১

সালাতে কাঁধের সাথে কাঁধ , পায়ের সাথে পা মিলায়ে দাড়ানোর হাদিস সমূহ ঃ

 




সালাতে কাঁধের সাথে কাঁধ , পায়ের সাথে পা মিলায়ে দাড়ানোর হাদিস সমূহ ঃ 


বুখারী শরীফ ঃ হাদিস নং -  ৬৮৯। আমর ইবনু খালিদ (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা তোমাদের কাতার সোজা করে নাও। কেননা, আমি আমার পেছনের দিক থেকেও তোমাদের দেখতে পাই। [আনাস (রাঃ) বলেন] আমাদের প্রত্যেকেই তার পাশ্ববর্তী ব্যাক্তির কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলাতাম । 


সুনানে আবু দাউদ ঃ হাদিস নং ৬৬২ ।  উসমান ইবন আবু শায়বা - - - - নু'মান ইবন বশীর  (রা) হতে বর্ণিত । তিনি বলেন , রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত ব্যক্তিদের নিকট উপস্থিত হয়ে তিন বার বলেন ঃ তোমরা তোমাদের কাতার সোজা কর । আল্লাহর শপথ !  তোমারা কাতার সোজা করে দন্ডায়মান হবে , অন্যথায় আল্লাহ ওয়ালা তোমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করবেন । রাবী বলেন , অতঃপর আমি মুসল্লিদেরকে পরস্পর কাধে কাঁধ , পায়ে পা এবং গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে দাড়াতে দেখেছি  - ( নাসাঈ , বুখারী শরীফ , মুসলিম শরীফ , তিরমিজি , ইবন মাজা )  । 


সুনানে আবু দাউদ ঃ হাদিস নং ৬৬৬ ।  ঈসা ইবন ইবরাহীম  - আবদুল্লাহ ইবন উমার (রা) হতে বর্ণিত । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ তোমরা নামাজের সময় কাতর গুলো সোজা কর , পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে দাড়াও , উভয়ের ফাঁক বন্ধ কর এবং তোমাদের ভাইদের হাতে নরম হয়ে যাও । রাবী ঈসা তার বর্ননায়  " বি - আিদী ইখওয়ানিকুম " বাক্যাংশে উল্লেখ করেন নাই । তিনি আরো বলেন  ঃ তোমরা কাতারের মধ্যে শয়তানের দন্ডায়মান হওয়ার জন্য ফাঁক রাখবে না । যারা কাতারের মধ্যে পরস্পর মিলিত হয়ে দাড়াবে আল্লাহ তাদেরকে তাঁর রহমতের অন্তরভূক্ত করবেন । অপরপক্ষে যে ব্যক্তি  কাতারে মিলিত হয়ে দাড়াবে না আল্লাহ তাকে তাঁর রহমত হতে  বনচিত করবেন  ।  (নাসাঈ ) 


সুনানে আবু দাউদ ঃ হাদিস নং - ৬৬৭ । মুসলিম ইবন ইবরাহিম  - আনাস ইবন মালিক (রা)হতে বর্ণিত । তিনি বলেন , রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ তোমরা কাতারের মধ্যে পরস্পর মিলে মিশে দাড়াও ,  এক কাতারে অপর কাতারের নিকটে কর এবং কাঁধে কাঁধ মিলিয়ে দাড়াও । যাঁর  হাতে আমার জীবন ,  তাঁর শপথ !  আমি শয়তানকে নামাযের কাতারের মধ্যে বকরীর ন্যায়  প্রবেশ করতে দেখেছি  -( নাসাঈ )  । 


মুসনাদে আহমদ ঃ হাদিস নং ১৪৬৫ ।  ইবন উমর (রা) থেকে বর্ণিত , তিনি বলেন , নিশ্চয় রাসূল (সাঃ) বলেছেন , তোমায়  ( তোমাদের সালাতের )  সারি গুলোকে সোজা কর । কেননা তোমারা ফেরেশতাদের সারির ন্যায় সারি করে থাক । আর তোমারা পরস্পরের ঘাড় মিলিয়ে দাড়াও । ( সারির মধ্যস্থিত ) ফাকা জায়গা সমূহ পূরণ করে নাও । তোমাদের ভাইদের প্রকাশ নম্র হও ।  ( অর্থাৎ যখন কেউ হাতের ইশারায় সারি সোজা করতে বলবে তখন সারি সোজা করে নিবে ।)  আর শয়তানের জন্য  ( লাইনের মাঝে ) কোন ফাঁকা জায়গা  রাখবে না । যে ব্যক্তি সারির শৃঙ্খলা ভংগ করতে তথা বিচ্ছিন্ন হয়ে দাড়ায় আল্লাহও তাকে বিচ্ছিন্ন করে দিবেন । 


মুসনাদে আহমদ ঃ হাদিস নং -  ১৪৬৬ । আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত , তাই বলেন যে , নিশ্চয় নবী (সাঃ) বলেছেন তোমরা তোমাদের সারি গুলো সোজা করে নাও , সারি গুলো ঘন ঘন করে দাড়াও , কাঁধে কাঁধ মিলিয়ে দাড়াও । যেই সত্তার হাতে মুহাম্মাদের জীবন , তার শপথ করে বলছি , আমি অবশ্যই দেখতে পাই শয়তানরা সারির ফাঁকে ফাঁকে প্রবেশ করে  । যেমন তারা ( শয়তানরা ) ছাগলের ছোট ছোট বাচ্চা । 


মুসনাদে আহমদ ঃ হাদিস নং -  ১৪৬৭ ।  বারা ইবন আযিব (রা) হতে বর্ণিত , তিনি বলেন , রাসূল (সাঃ) বলেছেন , তোমারা তোমাদের সারি গুলো সোজা কর , তাতে যেন বালকদের দু ' পায়ের ফাঁকের মত কোন ফাঁক না থাকে । তাকে জিজ্ঞেস করা হলো , হে আল্লাহর রাসূল !  বালকদের দু ' পায়ের ফাঁকা অংশ সেটা কি ?  তিনি বললেন , ইয়েমেন থেকে আগত কৃষ্ণ ছাগলের ন্যায় ।  হাদিসটি আবু দাউদ , নাসায়ী ,  বায়হাকীতে বর্ণিত হয়েছে ।

কোন মন্তব্য নেই: