মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

বদনজর,হিংসা সহ

 

বদনজর,হিংসা সহ




আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ: 

রুকইয়াহ শারইয়াহের ব্যাপারে আপনারা কেউ বিভ্রান্তকর কমেন্টস্ করবেন না এটা জ্বীন,যাদু, বদনজর,হিংসা সহ যাবতীয় জটিল ও কঠিন রোগের কুরআনিক চিকিৎসা পদ্ধতি।

রুকইয়াহ শারইয়াহ কি?

কোরআনের আয়াত,আল্লাহর নামের যিকির,হাদিসে বর্ণিত মাসনূন দোয়া অথবা সালাফে সালেহীন থেকে বর্ণিত দোয়া, তেলওয়াত বা পাঠ করার মাধ্যমে কোন বিপদ থেকে মুক্তি চাওয়া কিংবা রোগ থেকে আরোগ্য কামনা করা ও রুগীকে ঝাড়ফুক করাকে শরঈ দৃস্টিতে রুকইয়াহ শারইয়াহ বলে।

এটা মনের আশা পূরণ কিংবা অসাধ্য সাধনের কোনো তদবির না, স্বামীকে বশ করার কোনো মন্ত্র না, এটা শরইয়ত সিদ্ধ একটা চিকিৎসা পদ্ধতি।

এই চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে শরিয়তের নির্ধারিত গন্ডি অতিক্রম না করলেই এটা জায়েয।

এ ব্যাপারে রাসূল (সাঃ) বলেছেন : রুকইয়াতে যদি শিরক না থাকে তাহলে জায়েজ।(সহীহ মুসলিম হাঃ৫৫৪৪

কোরআন দিয়ে রুকইয়ার ব্যাপারে মহান আল্লাহ বলেন : আর আমি কোরআন নাযিল করেছি যা মুমিনের জন্য শিফা ও রহমত। 

(সুরা বানী ইসরাইল :-৮২)

 

 

কোন মন্তব্য নেই: