অনেক ভায়ের অভিব্যক্তি এমন যে ৮ ই ফেব্রুয়ারী তাকবির দিবস ঘোষনা করা হোক।কিন্তু বিষয়টি কি কখনো ভেবে দেখার সুযোগ আমাদের হয়েছে? তাহলে কি আমরা চাচ্ছি যে তাকবির দিবস ঘোষনা করে তাকবির সংক্রান্ত কার্যক্রম সেদিনেই পালন করবো? অথচ প্রতিটি মুমিন প্রতিদিনেই অসংখ্য বার তাকবির বলছে,বরং বলতে হচ্ছে। তাহলে তাকবির দিবস কিসের? প্রতিটি দিনই মুমিনের জন্য তাকবির দিবস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন