মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন তা হলো পৃথিবীর সবচেয়ে শুষ্কতম স্থান আতাকামা মরুভূমির

 









এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন তা হলো পৃথিবীর সবচেয়ে শুষ্কতম স্থান আতাকামা মরুভূমির। এটার রুক্ষতা অবাক করে দেওয়ার মতোই। এখানে মাঝে মাঝে খুবই হালকা বৃষ্টি হয়। ফলে এই মরুভূমির বালি এবং খাঁজের ভিতরে লুকিয়ে থাকা লক্ষ লক্ষ ফুলের বীজ দ্রুতই বেড়ে উঠে পুরো এলাকাটি একটি অত্যন্ত মনোমুগ্ধকর রূপ ধারণ করে। আপনি কি জানেন বছরে এর বৃষ্টিপাতের পরিমাণ কতো? গড়ে মাত্র ১মিলি! এইটুকুতেই এত সুন্দর হয়ে উঠে। অবশ্য কিছু কিছু জায়গায় ৩ মিলি পর্যন্তও হয়ে থাকে। আর কিছু জায়গা গত ৫০০ বছরে বৃষ্টির ফোঁটাও দেখেনি!

এমন রুক্ষ, শুষ্ক মাটিতে বছরের পর বছর লুকিয়ে থাকা বীজগুলো সামান্য পানির ফোটা পেলেই প্রাণ ফিরে পায়। সজীব এবং সতেজতায় ভরে যায়! সুবহানাল্লাহ!
হে মানুষ তোমরা কি এসব দেখো না? দেখো না কিভাবে তোমার রব মৃতকে জীবিত করেন, আবার জীবিতকে মৃত? চোখের সামনে এমন উদাহরণ থাকার পরেও কীভাবে তুমি পূনরূত্থানকে অস্বীকার করো? কিভাবে তুমি বলো, "আমি মরে মাটি হয়ে গেলে কখনোই আর উঠবো না!"
আশ্চর্য! যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি কি দ্বিতীয় বার সৃষ্টি করতে পারেন না? প্রথম বার সৃষ্টি করা বেশি কঠিন নাকি দ্বিতীয় বার সৃষ্টি করা বেশি কঠিন? যখন তোমাকে প্রথম বার সৃষ্টি করা হলো তখন দ্বিতীয় বার সৃষ্টির ব্যাপারে কোন জিনিসটি ধোঁকা দিল?
"আর তিনিই তাঁর রহমতের পূর্বে সুসংবাদরূপে বাতাস প্রেরণ করেন। অবশেষে যখন তা ভারি মেঘ ধারণ করে, তখন আমি তাকে চালাই মৃত ভূমিতে, ফলে তার দ্বারা পানি অবতীর্ণ করি। অতঃপর তার মাধ্যমে বের করি প্রত্যেক প্রকারের ফল। এভাবেই আমি মৃতদেরকে বের করি, যাতে তোমরা উপদেশ গ্রহণ কর।" [সূরা আ'রফঃ ৫৭]
"আল্লাহ আকাশ হতে বারি বর্ষণ করেন এবং তদ্বারা তিনি ভূমিকে ওর মৃত্যুর পর পুনর্জীবিত করেন। অবশ্যই এতে নিদর্শন রয়েছে যে সম্প্রদায় কথা শোনে তাদের জন্য।" [সূরা আন নাহলঃ ৬৫]
"আর তিনিই আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘমালা সঞ্চালিত করে, তারপর তাকে আমি মৃত ভূমির দিকে পরিচালিত করি, অতঃপর তা দিয়ে আমি যমীনকে তার মৃত্যুর পর জীবিত করি; এভাবেই পুনরুত্থান হবে।" [সুরা ফা-তিরঃ ৯]
"তিনি মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন। আর তিনি যমীনকে জীবিত করেন তার মৃত্যুর পর। আর এভাবেই তোমরা উত্থিত হবে।" [সূরা আর রুমঃ ১৯]
____________

কোন মন্তব্য নেই: