রবিবার, ৬ মার্চ, ২০২২

হে ইমানদারগন, তোমারা তা কেন বল, যা তোমরা কর না।

 হে ইমানদারগন, তোমারা তা কেন বল, যা তোমরা কর না।



হে ইমানদারগন, তোমারা তা কেন বল, যা তোমরা কর না।

সুরা আস_সাফ(61-2)


বিস্তারিত আলোচনা করা হয়েছে নিচে।

[১] এখানে সম্বোধন যদিও ব্যাপক, তবুও প্রকৃতপক্ষে সেই মু'মিনদেরকেই লক্ষ্য করে বলা হয়েছে, যাঁরা বলাবলি করছিলেন যে, আমরা যদি আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় কাজ কি জানতে পারি, তাহলে আমরা তা করব। কিন্তু যখন তাদেরকে সেই প্রিয় কাজটা বলে দেওয়া হল, তখন তারা অলস হয়ে গেল। তাই তাদেরকে ধমক দেওয়া হচ্ছে যে, কল্যাণকর যেসব কথা বল, তা কর না কেন? যে কথা মুখে বল, তা কাজে কর না কেন? যা জবান দিয়ে বল, তা রক্ষা কর না কেন?

কোন মন্তব্য নেই: