শুক্রবার, ৬ মে, ২০২২

শিশুদের ছবি প্রচার করবেন না








 শিশুদের ছবি প্রচার করবেন না


·

❝সুন্দর সজ্জায় আপনার সন্তানসন্ততির ছবি তুলে তা মানুষদের কাছে প্রচার করা স্বল্প জ্ঞান ও অপ্রতুল বিবেকের অন্তর্গত।

মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, মসজিদে নববির মুদার্রিস এবং মসজিদে কুবার সম্মানীয় ইমাম ও খতিব, আশ-শাইখ, আল-আল্লামা, আল-ফাকিহ, ড. সুলাইমান বিন সালিমুল্লাহ আর-রুহাইলি হাফিজাহুল্লাহ বলেছেন—


❝সুন্দর সজ্জায় আপনার সন্তানসন্ততির ছবি তুলে তা মানুষদের কাছে প্রচার করা স্বল্প জ্ঞান ও অপ্রতুল বিবেকের অন্তর্গত। কখনো কখনো মানুষ বিশেষ আকৃতিতে নিজের ছেলের ছবি তুলে, হয়তো তার শক্তিমত্তা কিংবা নিখুঁত দেহসৌষ্ঠবের আকার পরিস্ফুটিত করে ছবি তুলে, আর সেই ছবি মানুষের কাছে প্রচার করে। অথচ এ কাজ তার সন্তানকে বিরাট অনিষ্টের দিকে ঠেলে দেয়। কেননা—গতরাতে আলোচনা করা হয়েছিল—‘বদনজরের প্রভাব সত্য’ (বদনজর লাগার কারণে মানুষের ক্ষতি হয়; সহিহ বুখারি, হা: ৫৭৪০; সহিহ মুসলিম, হা: ২১৮৭)।❞


সহিহ বুখারী, হাদিস নং ৫৭৪০

إِسْحَاقُ بْنُ نَصْرٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ عَنْ هَمَّامٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ الْعَيْنُ حَقٌّ وَنَهٰى عَنِ الْوَشْمِ.


আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ:


নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ বদ নযর লাগা সত্য। আর তিনি উল্কি অংকন করতে নিষেধ করেছেন। [৫৯৪৪; মুসলিম ৩৯/১৬, হাঃ ২১৮৭, আহমাদ ৮২৫২] আধুনিক প্রকাশনী- ৫৩২০, ইসলামিক ফাউন্ডেশন- ৫২১৬)

  


সহিহ বুখারী, হাদিস নং ৫৭৪০

হাদিসের মান: সহিহ হাদিস


·


কোন মন্তব্য নেই: