বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

রাজপালের "রঙ্গীলা রাসূল" বই এবং শহীদ ইলমুদ্দীন (র)

 






রাজপালের "রঙ্গীলা রাসূল" বই এবং শহীদ ইলমুদ্দীন (র)


আপনি কি শহীদ ইলমুদ্দীন রহঃ কে চিনেন?না চিনলে বর্তমান পরিস্থিতিতে তাকে চেনা খুব প্রয়োজন।চলুন তাকে চিনে নেই…


১৯২৪ সাল।পাকিস্তানের লাহোরে জনৈক রাজপাল রাসূল সাঃ কে ব্যাঙ্গ করে "রঙ্গীলা রাসুল" নামে একটি বই প্রকাশ করে।যা নিয়ে তৎকালীন সময়ে মুসলমানদের মাঝে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।মুসলমানরা রাজপালের শাস্তি দাবী করে ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানায়।ব্রিটিশ সরকার গড়িমসি করে অবশেষে রাজপালকে কয়েকবছরের জেল দেয়।কিন্তু নবী প্রেমিক মানুষের দাবী ছিল তাকে মৃত্যুদন্ড দেয়া হোক।কিন্তু সরকার তাকে লঘু শাস্তি দিয়ে ছেড়ে দেয়।মুসলমানরা এটা মানতে পারেনি।কারন ইসলামী আইনানুযায়ী নবী অবমাননার একমাত্র শাস্তি মৃত্যুদন্ড।রাজপালে শাস্তি না মেনে নিতে পারা এমনি এক ব্যাক্তি ছিলেন শহীদ ইলমুদ্দীন, কেউ লিখেছেন আলিমুদ্দিন।


যখন রাজপাল জেল থেকে ছাড়া পেল তখন সে ইলমুদ্দীনের হাতে ছুরিকাঘাতে নিহত হয়।ইলমুদ্দীন নবী প্রেমিক ছিলেন।


নবী সাঃ এর অবমাননা করে এই কুলাঙ্গার রাজপালের বেচে থাকাটা তিনি সহ্য করতে পারছিলেন না।তাই তাকে হত্যা করেন।ঘটনা সংঘটিত হওয়ার পর তিনি আদালতে আত্মসমর্পন করেন।তার আত্মসমর্পনে আদালত খুব অবাক হয়।যে কতটুকু সাহস থাকলে একজন মানুষ একজনকে হত্যা করে আবার আদালতে এসে আত্মসমর্পন করতে পারে!


কিন্তু ইলমুদ্দীন ছিলেন নির্বিকার।কারন তিনি তো কোন অপরাধ করেন নি!তিনি নবী অবমাননার প্রতিশোধ নিয়েছেন।তাই তার চোখেমুখে প্রশান্তির চিহ্ন ফুটে উঠছিলো।যাই হোক আদালতে ইলমুদ্দীনের ফাসীর রায় হয়।সমস্ত মুসলমান তখন ইলমুদ্দীনের পক্ষে। তারা সবাই ইলমুদ্দেনের ফাসীর বিরোধীতা করে।কিন্তু জালিম সরকার তাদের সিদ্ধান্তে অটল থেকে ইলমুদ্দীনের ফাসীর রায় কার্যকর করে।


#ফাসিকাষ্ঠে ইলমুদ্দীনঃ


যখন তাকে যমমুখোশ পড়ানো হয় তখন সে হেসে উঠে।কারন জানতে চাইলে সে বলে " আমাকে তাড়াতাড়ি ফাসি দাও,ফেরেশতারা আমাকে অভ্যর্থনা জানাতে আসছে।আমি তাদের দেখতে পাচ্ছি।"


জল্লাদ তার এই কথাকে পাগলের প্রলাপ ভেবে ফাসিতে ঝুলিয়ে দেয়।তৎক্ষনাৎ শহিদী মৃত্যুর কোলে ঢলে পড়েন নবীপ্রেমিক ইলমুদ্দীন নামক এক মর্দে মুজাহিদ।যাকে ইতিহাস আজো শহীদ ইলমুদ্দীন রহঃ নামে শ্রদ্ধাভরে স্মরন করে।


বর্তমান ভারতে একজন শহীদ ইলমুদ্দীন বড় প্রয়োজন।


@- JIOMART -@

দিচ্ছে  ধামাকা অফার। 

ইদুজোহা( This Edujoha )



মুবাইল,ফ্রিজ,লাপটপ,এসি,কুলার,ফ্যান,ইলেকট্রনিক্স যাবতীয় কিস্তিতে পাওয়া যাই,ও ক্যাস অডারে : 200' থেকে 1500 টাকা পর্যন্ত ছাড়।.....Jiomart

কোন মন্তব্য নেই: