সোমবার, ২২ আগস্ট, ২০২২

কোরআন প্রেমী এক মেয়ের কাহিনী!!!

                




 কোরআন প্রেমী এক মেয়ের কাহিনী!!!

একটা মেয়ে ছিল,সে পবিত্র কোরআন তেলাওয়াত করতে খুব ভালোবাসত..!সময় পেলেই সে কোরআন তেলাওয়াত করতো.!তার ব্যাগে সবসময় ছোট্ট একটি কোরআন থাকতো।গাড়িতে বসেও সে কোরআন পড়ত!তার তিলাওয়াত এতো মধুর ছিল যেকোনো পাষাণ ব্যক্তির মন গলে যেত।রাতে যখন ঘুম ভাঙ্গত তখনই কোরআন পড়তে শুরু করতো..!!
একদিন মেয়েটি মারা যায়।মা তার আদরের মেয়ে কে হারিয়ে পাগলের মতো হয়ে যায়।হঠাৎ একদিন রাতে মা তার মেয়েকে স্বপ্ন দেখে এবং তার ঘুম ভেঙ্গে যায়।হঠাৎ তার মা তার মেয়ের রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পান।তিনি ভয়ে সেই ঘরে যাননি,পরদিন সকালে মেয়েটির বাবাকে তিনি খবরটি জানান।কিন্তু সে বিশ্বাস করেনা।পরের দিন রাতে আবার তার মা সেই কান্নার আওয়াজ শুনতে পান।তারপর মেয়েটির বাবাকে ডাকেন।মেয়েটির বাবাও সেই আওয়াজ শুনে ভয় পেয়ে যান।
তারপর সকালে এই ঘটনা মসজিদের ইমাম সাহেব কে বলেন।ইমাম সাহেব এই ঘটনা যাচাই করার জন্য ঐ মেয়ের বাসায় একরাত থাকেন।রাত একটা বাজতে না বাজতেই সবাই সেই কান্নার আওয়াজ শুনতে পান।মনে হচ্ছিল অনেকে মিলে কান্না করতেছে।তখন ইমাম সাহেবও কেদেঁ ফেললেন,আর বললেন "এটা ফেরেশতাদের কান্নার আওয়াজ!মেয়েটি প্রতিদিন রাতে এই সময় কোরআন তিলাওয়াত করতো।যা শুনতে ফেরেশতারা এখানে আসত।এখন মেয়েটিকে না দেখতে পেয়ে,তারা প্রতিদিন রাতে এই সময়ে এসে কান্না করে..!!"
রাসূল (সাঃ) বলেছেন,"কোরআন পাঠে দক্ষ ব্যক্তি উচ্চমর্যাদাসম্পন্ন ফেরশতাদের সঙ্গী হবে।"

(সুনানে আবু দাউদ -১৪৫৪)

আল্লাহ্ আমাদের সবাইকে এইভাবে কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করুন।(আমিন)







কোন মন্তব্য নেই: