পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

ভেজালের সুষম বন্টন 🙃









 ভেজালের  সুষম বন্টন 🙃

দুধবিক্রেতা ভাবে

আমি ৫ কেজি দুধে  ৩ কেজি পানি মিশিয়ে নেই,

তারপর অতিরিক্ত দুধ বিক্রির টাকা দিয়া আমার

ছেলে মেয়েদের জন্য ফ্রেশ ফল কিনে আনব।


ফল বিক্রেতা ভাবে

আমি আমে ক্যালসিয়াম কার্বনেট মিশাইয়া লই, সেই আম বিক্রি করে বাজার থেকে ফ্রেশ দুধ কিনে আমার সন্তানদের খাওয়াব।


সবজি বিক্রেতা ভাবে আমি সবজি তাজা রাখতে সবজিতে ইথানল মিশাইয়া লই,তারপর সেই

সবজি বিক্রি করে বাজার থেকে ফ্রেশ মাছ

কিনে ছেলে মেয়েদের খাওয়াব।


মাছ বিক্রেতা ভাবে আমি মাছে ফর্মালিন

দিয়া মাছ তাজা রাখি,তারপর সেই মাছ

বিক্রি করে বাজার থেকে মাংস

কিনে ছেলে মেয়েদের খাওয়াব।


মাংস বিক্রেতা ভাবে

আমি তাজা মাংস,পঁচা মাংস মিক্স কইরা বেইচ্চা লই,সেই টেকা দিয়া বাজার থেইকা পোলা মাইয়ারে ফ্রেশ মাছ কিইন্না খাওয়ামু।


সরকারি চাকুরীজিবি ভাবে এই ফাইলের জন্য অতিরিক্ত যা কিছু নিতে পারব তা দিয়ে ছেলে মেয়েদের জন্য শপিং করে দিব।


কাপড়ের দোকানি ভাবে ভালো কোয়ালিটির মালের লগে কিছু রিজেক্ট কাপড় মিশাই রাখি,লাভের পরিমান একটু বাড়লে সন্তানদের ভালো স্কুলে পড়াতে পারব।


এরকম প্রায় প্রতিটি পেশাজিবি মানুষেরা শুধু মাত্র নিজেদের সন্তানদের কথা ভেবে অন্যের সন্তানদের ক্ষতি করে চলেছে।












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks