পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

শিশু বাচ্চা : ৬ মাস শেষ হলে অর্থাৎ ১৮১ দিন পর সলিড খাবার দিতে হয়।অনেকেই বুঝতে পারে না কি দিয়ে শুরু করবে? দিনে কয় বার? কি কি দিবে?








 শিশু বাচ্চা:৬ মাস শেষ হলে অর্থাৎ ১৮১ দিন পর সলিড খাবার দিতে হয়।অনেকেই বুঝতে পারে না কি দিয়ে শুরু করবে? দিনে কয় বার?  কি কি দিবে?

নিচের রুটিন টা একটু ফলো করতে পারেন-


 ১৮২ তম দিন থেকে বেবিকে


পাকা কলা ও মিস্টি আলুর পিউরি দিবেন ১ টেবিল চামচ করে দিনে ২ বার প্রথম ৩ দিন।


পরের ৩ দিন ও একই থাকবে + হোম মেড সুজি ফর্মুলা মিল্কের সাথে, দিনে ১ বার অল্প করে।


এরপর ৩ দিন সবজি( আলু, পেপে, গাজর, মিস্টি কুমড়া, শাক যে কোন

সবজির পিউরি) দিনে ২ বার+ সুজি_★ প্রথম ৯ দিন এভাবেই চলবে।


১০ দিন থেকে সকালে ডিমের কুসুম দিয়ে সুজি+ দুপুরবেলা সিদ্ধ চাল, ডাল এর পাতলা খিচুরি+ বিকালে সবজি/ ফলের পিউরি। ৭ দিন এভাবে চলবে।


১৮ তম দিন থেকে খিচুরির সাথে একটা করে শাক, সবজি এ্যাড করবেন, বাকি সব ঠিক থাকবে।এভাবে ৭ মাস পর্য়ন্ত চলবে।


নোট: 

★চিনি, লবন, গরুর দুধ এক বছরের আগে না দেওয়া ভাল।

★খাবারের পাশাপাশি পানি খাওয়…

[11:29 pm, 29/08/2022] Sagar sk: কি ভাবছেন.. কেয়ামত অনেক দূরে..??

দাজ্জালের আগমন এখনো অনেক দেরী..??

দুনিয়ার কোনো খবর রাখেন কি আপনি..??


তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব...!!

তারপর ও নেই কোনো হুঁশ…!!

হায়রে মানবজাতি…!!

কেন আমরা এতোটা বেহুঁশ..!!


আচ্ছা দাজ্জালকে কোথায় হত্যা করা হবে...

সেটা জানেন কি..??

তাকে হত্যা করা হবে ই-হুদিদের দেশে সাদা স্বেত পাথরের বিশাল এক গেইট এর নীচে...!!

খোঁজ নিয়ে দেখুন সেই গেইট ইতিমধ্যে ই-হুদিরা নির্মাণ করে ফেলেছে..!!

তেলআবিব থেকে প্রায় ১৫কিলোমিটার দূরে..!!

আপনি গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন..!!


কে দাজ্জালকে হত্যা করবেন সেটা জানেন..??

হযরত ইসা আঃ...তিনি আকাশ থেকে দুই ফেরেশতার কাধে ভর করে সিরিয়ার দামেস্ক শহরের এক বিশাল মসজিদের সাদা মিনারে এসে নামবেন..!!

খোঁজ নিয়ে দেখুন...সেই বিশাল মসজিদ আজ থেকে ৭০০ বছর আগেই তৈরী হয়ে গেছে..!!

একি স্থানে একি বর্ণনা অনুযায়ী...যেমনটা হযরত আবু হুরায়রা (রা:) বর্ননা করেছেন..!!


তখন সমুদ্রের নীচে থাকবে আগুন...আর আগুনের নীচে থাকবে পানি..!!

শুনতে আজব  লাগছে  তাই না..??

একটু খোঁজ নিয়ে দেখুন...প্রশান্ত মহাসাগরের বিভিন্ন স্থানে পানির নীচ থেকে এখন দাউ দাউ করে আগুন বের হচ্ছে..!!اللهم اغفرلي 


তখন আরব দেশে বরফ জমতে থাকবে...গত দুই বছর ধরে সেটাই হচ্ছে...!!

ইরাক আর সিরিয়ার মধ্যবর্তী ফুরাত নদী শুকিয়ে যাবে...সেখানে বিশাল এক স্বর্নের পাহাড় ভেসে উঠবে...সেটা নিয়ে সবাই যুদ্ধ করবে...!!

আজ ফুরাত নদী প্রায় ৯৫ ভাগ শুকিয়ে গেছে..!! বিভিন্ন দেশের আর্মিরা সে জায়গাটা ঘিরে রেখেছে..!!


এর আগে ইমাম মাহ্দী অর্থাৎ সু-পথ প্রাপ্ত নেতা আত্ম প্রকাশ করবেন...!!

যার নাম হবে মোহাম্মদ...পিতার নাম আব্দুলাহ... এবং মাতার নাম আমেনা..!! 

তিনি হুবহু আমাদের নবীজী হযরত মোহাম্মদ (সঃ) এর মতো সুন্দর ও সুঠাম দেহের অধিকারী হবেন...!!سبحان الله


ইমাম মাহ্দী যেদিন আত্ম প্রকাশ করবেন...সেদিন হবে রোজ শুক্রবার এবং মক্কার ১৫ রমজানের দিন..!!

আশ্চর্যের বিষয় হলো গত ২০১০ সাল থেকে মক্কার প্রতিটা ১৫ই রমজান ছিলো শুক্রবার এবং ক্যালেন্ডার দেখলে জানতে পারবেন আগামী ২০২৪ সাল পর্যন্ত মক্কার প্রতিটি ১৫ রমজানই হবে শুক্রবার..!! استغفر الله


তো কি মনে হচ্ছে কেয়ামত খুব দূরে..??

আল্লাহ তায়ালা ভালো জানেন...!!

আল্লাহ আপনাকে আমাকে দ্বীনের সহিহ বুঝ দান করুন.. এবং তার উপর আমল করার তৌফিক দান করুক...আমিন






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks