জাতীর বিবেক সাংবাদিকদের কাছে প্রশ্ন:⁉️
‼️নায়ক-নায়িকাদের বিষয়কে যেভাবে আমাদের সাংবাদিক ভাইয়েরা প্রচার করে থাকেন, তাতে মনে হয় যে, এরাই দেশের উল্লেখযোগ্য কোনো সম্পদ। অথচ আপনি যদি সুস্থ বিবেক দিয়ে ভাবেন, তাহলে দেখবেন এ দেশের সকল অবনতির পেছনে এদেরই ভূমিকা উল্লেখযোগ্য। কারণ ছায়াছবি ও নাটকের মাধ্যমে এ জাতির যে মূল্যবান সময় ও সম্পদ নষ্ট হয়, তা কি কখনও ভেবে দেখেছি আমরা? এত দীর্ঘ টাইম নষ্ট করার পর জাতি কি পায় সেখান থেকে?❓ কি উপকার হয় দেশ ও জাতির?❓
‼️তাদের মাধ্যমে কি দেশের মানুষ কোনো ভালো মেসেজ পায়?❓ নিশ্চয় না, বরং কিভাবে ধর্ষণ করতে হয়, চুরি-ডাকাতি করতে হয়, ত্রাস সৃষ্টি করতে হয়, কিভাবে ভোট চুরি করতে হয়, দুর্নীতি করতে হয়, অশ্লীল গালি দিতে হয়, পরের মেয়ে ভাগিয়ে কিভাবে বিয়ে করতে হয়, মদ-জুয়ায় কিভাবে লিপ্ত থাকতে হয় এগুলোসহ সকল ধ্বংসাত্মক কর্মকান্ডগুলো এরা হাতে কলমে শিখিয়ে দেয় জাতিকে।
‼️বছর শেষে দেখি তাদের সিনেমার চরিত্রের সাথে বাস্তব চরিত্রে ঢের ব্যবধান। যারা সমাজ সংস্কারেে স্লোগান দিয়ে মানুষকে সবক শেখায়, ঠিক তাদের সংসার দু'দিন পরপর ভেঙ্গে খান খান হয়ে যায়।
‼️আবার তাদের কেউ কেউ তো বলে থাকে, বুদ্ধিমানরা কখনও বিয়ে করে না। কেনই বা করবে?❓ ফ্রি মিক্সিংয়ে বিশ্বাসী এ নষ্ট-নষ্টাদের দেহ তো এমনিই ফ্রী। বিয়ে করলে তো পরের মেয়েকে ভরণ-পোষণের ভার নিতে হয়। ফ্রীতেই যদি দেহ ভোগ করা যায়, তাহলে এত টাকা খরচ করে সংসার করার দরকার কি?❓ ঐ নষ্টারাও এতটুকু বোঝে না যে, মানুষ হিসাবে তাদের শরীরটা অনেক দামি। কুকুরের মত যেখানে সেখানে সেটা বিছিয়ে দিতে নেই।
‼️আবার কেউ কেউ তো গোপনে বিয়ে করে বছরের পর বছর লুকিয়ে ক'দিন পর পর জাতিকে গাভিন বউ দেখিয়ে মজা নেয়। জাতি তাদের এ দৃশ্য দেখে মজা করেই বলে, 'আগে গাভিন, পরে কাবিন'।
‼️আর সবচে দুঃখের বিষয় হলো, আমাদের সাংবাদিকরা হয় সেই নোংড়াদের ভাড়াটে সংবাদকর্মী। কোন নায়িকা কখন গোসল করলেন, কত সময় বাথরুমে ছিলেন, কখন তার পেটে বাচ্চা আসলো, কে দিলো, কখন প্রসব করবে, বাচ্চা জন্ম দিয়ে সর্ব প্রথম কি কথা বলেছে, কথা বলার সময় মুখে দুর্গন্ধ ছিলো কি না!❗ এই হলো নিউজ! আমাদের কপাল আসলেই পুড়েছে। জাতির বিবেক সাংবাদিকরা যদি এত বিবেকহীন হন, তাহলে বিবেকের প্রশ্ন কার কাছে করবো?⁉️



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন