বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

দুর্নীতি করে চাকরি

 





দুর্নীতি করে চাকরি হয়েছে, আপনারা নিজেদের যারা যোগ্য বলছেন সবাই জানতেন। চাকরি পাওযার আনন্দে আপনারা যোগ্য চাকরিপ্রার্থী যারা,যাদের চাকরি বিক্রি করেছে ওই অযোগ্যদের কাছে, এটাও জানতেন, দিনের পর দিন অনশনে গিয়েছে 

কলকাতার রাজপথে তাদের হাহাকার কান্না, এগুলো আপনারা উপলব্ধি করতে পেরেছিলেন?? অন্তত তাদের পাশে থেকে সরকারের দুর্নীতির বিপক্ষে কথা বলার সামান্য সাহসটুকু পর্যন্ত দেখাননি। কর্মফল ভোগ করতেই হবে,

আজকে আপনারা যদি যোগ্যদের পাশে দাড়িয়ে প্রতিবাদী হতেন, তাহলে আপনাদের চাকরি এইভাবে যেত না।

যদি সত্যিই নিজেদের যোগ্য ভেবে থাকেন, আবার পড়াশোনা করুণ পরীক্ষা দিন, প্রকৃত যোগ্য প্রার্থীরা পরিশ্রম করতে ভয় পায় না।

আমি আপনাদের উপহাস করছি না,

কিন্ত আপনারা প্রত্যক্ষ ভাবে না হলেও পরোক্ষ ভাবেও এই দুর্নীতির জন্য দায়ী।

এর দায় নিতেই হবে।




কোন মন্তব্য নেই: