৩০ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। ৩৬ এ মৃত্যু। ইসলামের বয়স মাত্র ৬।
এই ৬বছরের ব্যবধানে এমন জীবন গঠন করেছিলেন যে –
– তাঁর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল।
– আসমানের সকল দুয়ার খুলে দেওয়া হয়েছিল।
– তাঁর রূহ আসমানে পৌঁছার পর আসমানীরা আনন্দে মেতেছিলেন।
– তাঁর জানাযায় অংশগ্রহণের জন্য ৭০ হাজার ফেরেশতা যমীনে অবতরণ করেছিলেন।
তিনি ছিলেন – সাহাবী সা'দ ইবনে মুআ'য (রাঃ)!
.
(দেখুন, বুখারী, ৩৮০৩, মুসলিম ২৪৬৬ ইবনে হিব্বান, ৭০৩৩, ফাজায়িলুস সাহাবা, ১৪৯১ মুসান্নাফে ইবনে আবী শায়বা)
He converted to Islam at the age of 30. Death at 36. Islam is only 6 years old.
During these 6 years he formed a life that -
- God's throne shook at his death.
- All the gates of heaven were opened.
- When his soul reached the heavens, the heavens rejoiced.
- 70,000 angels descended to earth to participate in his janaza.
He was the Companion Sa'd Ibn Mu'adh (R)!
.
(See, Bukhari, 3603, Muslim 247 Ibn Hibban, 6033, Fazailus Sahaba, 1491 Musannaf Ibn Abi Shaybah)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন