২৮ জন অবাঙালি শিল্পপতি যারা ভারতীয় ব্যাঙ্কের টাকা লুটেছেন।
১) বিজয় মালিয়া
২)মেহুল চক্সি
৩)নীরব মোদি
৪)নিসান মোদী
৫)পুস্পেস বৈদ্য
৬)আশীষ জবানপুত্রা
৭) সানি কালারা
৮)আরতি কালারা
৯)সঞ্জয় কালারা
১০)বর্ষা কালারা
১১)সুধীর কালারা
১২)যতীন মেহ্তা
১৩)উমেস পারিখ
১৪)কমলেশ পারিখ
১৫)বিনয় মিত্তল
১৫) নিলেস পারিখ
১৬) একলব্য গর্গ
১৮)চেতন জয়ন্তী লাল
১৯)নিতিন জয়ন্তী লাল
২০)দীপ্তি বেইন চেতন
২১)সাভিয়া শেঠ
২২) রাজিব গোয়েল
২৩)অলকা গোয়েল
২৪) ললিত মোদী
২৫)রীতেশ জৈন
২৬)হিতেশ নগেন্দ্রভাই প্যাটেল
২৭)ময়ূরীবেন প্যাটেল
২৮)আশীষ সুরেশভাই
এই ২৮ জন মিলে ব্যাঙ্ক লুঠ করেছেন।
১০,০০০,০০০,০০০,০০০ টাকা।
প্রায় দশ ট্রিলিয়ন টাকা।
আপনাদের জ্ঞাতার্থে কয়েকটি তথ্য দিয়ে রাখি।
এই ব্যাঙ্ক লুঠেরাদের মধ্যে যাদের কোন নাম নেই।
* কোনো পাকিস্তানি
* কোনো মুসলমানগণ
* কোনো খালিস্থানি
* কোনো উগ্রপন্থী
* কোনো নকশাল
*কোন বাঙালী
* কোনো SC,ST,OBC, -র মানুষজন।
চমকে যাওয়ার মতো ঘটনা। এই ২৮ জনের মধ্যে শুধুমাত্র বিজয় মালিয়া ছাড়া বাকি
সবাই গুজরাটি।
এদেরই লুঠ করা সম্পদে যখন দেশ সর্বস্বান্ত। তখনি নজর পড়লো লাভজনক রাষ্ট্রয়ত্ত সংস্থার উপর। দিনের পর দিন পেট্রোল ডিজেল রান্নার গ্যাস, নিত্যপন্য দ্রব্যর মূল্যবৃদ্ধি, হতে লাগলো।
এই মুনাফালোভী কুচক্রী দেশের শত্রুদের লোকসান সামলাতে এল আই সি, বি এস এন এল, বিমান পরিবহণ, রেল এর মত সংস্থাগুলো বেসরকারিকরন হতে লাগলো। এবার নজর পড়েছে কৃষিজমি ও কৃষিজাত পন্যর দিকে।
আজকে যারা বিজেপির মতো দলকে জামাই আদর করে এই বাংলায় ডেকে আনতে চাইছেন। এই লুটেরার দল যদি একবার বাংলার মসনদে বসে। তাহলে বাংলাকে আবার ১৯৪৩ এর মতো মন্নন্তর এর সম্মুখীন হতে হবে। ৪৩ তে এদেরই কৃত্রিম ভাবে সৃষ্টি করা দুরভিক্ষতে না খেয়ে ৬০ লক্ষ বাঙালী মরেছিল।
এইবার কি হবে কে জানে!
৪৩ তে তবুও ফ্যান দাও ফ্যান দাও এর হাহাকারে একটু ফ্যান পাওয়া গেছিল। এবার তাও জুটবে না। কারণ শস্যভাণ্ডার এদেরই গুদামজাত করা।
যারা এখনো আচ্ছে দিনের স্বপ্নে মশগুল হয়ে এই অপশক্তিকে জামাই আদর করে ডেকে আনতে চাইছেন।
তারা দয়া করে একটিবার ভাবুন। অন্তত নিজের পরিবারের জন্য ভাবা প্র্যাকটিস করুন।
26 non-Bengali industrialists who looted money from Indian banks.
1) Vijay Malia
2) Mehul Chaksi
3) Silent Modi
4) Nissan Modi
5) Puspace Vaidya
6) Ashish Jawanputra
6) Sunny Kalara
6) Aarti Kalara
9) Sanjay Kalara
10) Rain colors
11) Sudhir Kalara
12) Jatin Mehta
13) Umes Parikh
14) Kamlesh Parikh
15) Vinay Mittal
15) Nilesh Parikh
16) Eklavya Garg
16) Chetan Jayanti Lal
19) Nitin Jayanti Lal
20) Dipti Bain Chetan
21) Savia Seth
22) Rajiv Goel
23) Alka Goel
24) Lalit Modi
25) Ritesh Jain
26) Hitesh Nagendrabhai Patel
26) Mayuriben Patel
26) Ashish Sureshbhai
Together these 26 people have robbed the bank.
10,000,000,000,000,000 rupees.
About ten trillion rupees.
Let me give you some information for your information.
These bank robbers have no name.
* Any Pakistani
* No Muslims
* Any vacancy
* Any extremist
* No Naxals
* No Bengali
* People of any SC, ST, OBC.
Surprising events. Of these 26, only Vijay Malia is left
Everyone is Gujarati.
These are the looted resources when the country is gone. Then the eye fell on the for-profit state-owned company. Day after day, petrol, diesel, cooking gas, commodity prices went up.
Companies like LIC, BSNL, air transport, railways began to be privatized to cope with the losses of the enemies of this lucrative country. This time the focus is on agricultural land and agricultural products.
Today, those who want to bring a party like BJP to Bengal by caressing their son-in-law. If this group of looters once sat in the masnad of Bengal. Then Bengal will have to face Mannantar again like in 1943. In 1943, 8 million Bengalis died due to starvation created by them.
Who knows what will happen this time!
At 43, however, a little fan was found in the wailing of the fan dao fan dao. This time it will not join. Because the granaries are their warehouses.
Those who are still busy in the dreams of the day are trying to call this evil force by caressing the son-in-law.
They please think once. At least practice thinking for your own family.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন