রবিবার, ২৫ জুলাই, ২০২১

মনে করেন, রাত্রিবেলা আপনি ঘুমালেন। কিন্তু, আপনার আমলনামায় লেখা হলো 'সারা রাত তাহাজ্জুদ নামাজের সওয়াব'! .

 

 

মনে করেন, রাত্রিবেলা আপনি ঘুমালেন। কিন্তু, আপনার আমলনামায় লেখা হলো 'সারা রাত তাহাজ্জুদ নামাজের সওয়াব'!

.

কি, দারুন না!?

.

জ্বি আলহামদুলিল্লাহ, আপনি যদি ৩ মিনিট খরচ করে ঘুমানোর আগে সূরা বাকারাহ এর শেষ ২ আয়াত পড়েন, তাহলে পেতে পারেন এমন অফার। [১]

.

আর ২ মিনিট খরচ করে যদি আয়াতুল কুরসি পড়ে নেন, তাহলে সারা রাতের জন্য একজন পাহারাদার ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে আপনার নিরাপত্তার কাজে। আলহামদুলিল্লাহ। [২]

.

আচ্ছা,

 তারপর  - ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার পড়বেন Insha-Allah  .. [৩]


সুরা মুলকটাও পড়তে চেষ্টা করবেন কিন্তু.. কবরের আজাব থেকে  পরিত্রাণ পাওয়ার জন্য..

.

আর পারলে, অজু করে শুইলে তো পুরা সুন্নাহের উপরেই শুয়ে পড়লেন। এখন ডান কাত হয়ে 'আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া' বলে শান্তির এক ঘুম। আহহ। [৪]

.

[১] বুখারী ৪০০৮

[২] বুখারী ৩২৭৫

[৩] আন নাসাঈ ১৩৪৮

[৪] বুখারী ২৪৭, ৬৩২৪ 

 

 

 


কোন মন্তব্য নেই: