আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহ্,,
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লামের হৃদয় গলানো উপদেশ
__________________________
𖣔(১) তুমি তাক্বওয়া (আল্লাহভীতি) অবলম্বন কর, তাহলে তুমি সবার চেয়ে অধিক ইবাদতকারী হয়ে যাবে। আল্লাহ তোমার জন্য যে রিযিক বণ্টন করেছেন, তুমি তার উপরেই সন্তুষ্টি প্রকাশ করো, তাহলে তুমি সবচেয়ে ধনী হয়ে যাবে। আর মুমিন ও মুসলমানদের জন্য তাই পছন্দ কর, যা তুমি নিজের জন্য ও তোমার পরিবারের জন্য পছন্দ কর। আর যা তুমি নিজের জন্য ও তোমার পরিবারের জন্য অপছন্দ কর, তাদের জন্য তাই অপছন্দ কর, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হবে। তুমি যার প্রতিবেশী হও, তার সাথে ভালো ব্যবহার করো, তাহলে তুমি মুসলিম হয়ে যাবে। আর হাসি কমিয়ে দাও, কারণ অধিক হাসি অন্তরকে মেরে ফেলে। সুনানে ইবনে মাজাহ, শায়খ আলবানী রহি’মাহুল্লাহ হাদীসটিকে ‘সহীহ’ বলেছেন।
__________________________
𖣔(২) আব্দুল্ললাহ ইবনু উমার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লামের সাথে ছিলাম। এমতাবস্থায় একজন আনসারী সাহাবী নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লামের নিকট এসে তাঁকে সালাম দিলো। অতঃপর বললো, “হে আল্লাহর রাসুল! মুমিনদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম কে?” তিনি বললেন, “যার স্বভাব-চরিত্র সবচেয়ে ভালো, মুমিনদের মাঝে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম।” সে পুনরায় জিজ্ঞেস করলো, “মুমিনদের মধ্যে সর্বাপেক্ষা বুদ্ধিমান কে?” “তিনি বললেন, “যারা মৃত্যুকে অধিক স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তমরূপে প্রস্তুতি গ্রহণ করে, তারাই সবচেয়ে বুদ্ধিমান।” ইবনে মাজাহঃ ৪২৫৯, শায়খ আলবানী হাদীসটিকে হাসান বলেছেন, সিলসিলা সহীহাহঃ ১৩৮৪।
__________________________
𖣔(৩) রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো।” বর্ণনাকারী বলেন, আমরা বললাম, “হে আল্লাহর রাসুল! আলহা’মদুলিল্লাহ, আমরা তো লজ্জা করি।” তিনি বললেন, “এ লজ্জা নয়, আল্লাহকে পরিপূর্ণ লজ্জা করার অর্থ হচ্ছে, তুমি তোমার মাথা এবং মাথা যা অন্তর্ভুক্ত করে, তার হেফাজত করবে। আর তুমি তোমার পেট ও পেট যা শামিল করে, তার হেফাজত করবে। আর তুমি মৃত্যু ও মৃত্যুর পরের পরিণতিকে বেশি বেশি স্মরণ করবে। যে ব্যক্তি আখিরাত কামনা করে, সে দুনিয়ার সৌন্দর্যকে ছেড়ে দেবে। আর যে ব্যক্তি এই কাজগুলো করবে, সে অবশ্যই আল্লাহকে লজ্জা করার মত লজ্জা করলো।” সুনানে আত-তিরমিযীঃ হাদীস নং-২৪৫৮।
__________________________

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন