শির্ক
১. মায়ের কসম করলে শির্ক হয়।
২.বই ছুঁয়ে কসম করলে শির্ক হয়।
৩.কারো মাথায় হাত রেখে কসম করলে শির্ক হয়।
৪. . "মসজিদে দাঁড়িয়ে বলছি" এমন কসম করলে শির্ক হয়।
৫. "মাটির উপর দাঁড়িয়ে বলছি" এমন কসম করলে শির্ক হয়।
৬. ৩ সত্যি বললে কথাটা সত্য এমন বিশ্বাস বা কসম করলে শির্ক হয়।
৭. দুই চোখের কসম করলে শির্ক হয়।
৮. "পশ্চিম দিক করলে বলছি" এমন কসম করলে শির্ক হয়।
-----------------------------------------------------------------
বস্তুত,
( আল্লাহ ছাড়া অন্য যেকোনো কিছুর কসম করাই শির্ক!!! )
অর্থাৎ,
/( শুধু মাত্র আল্লাহ কসম করা যাবে)/
-----------------------------------------------------------------
~ শির্ক করলে আমল কবুল হয় না। আল্লাহ সকল গুনাহ ক্ষমা করবেন কিন্তু শির্কের গুনাহ ক্ষমা করবেন না যদি তাওবা ছাড়া মৃত্যু বরণ করে। শির্ককারীর জন্য জান্নাত হারাম!
আল্লাহুম্মাগফিরলি🤲
Reference:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- জেনে রাখ, আল্লাহ তোমাদের নিজের পিতার নামে কসম করতে নিষেধ করেছেন। যদি কসম করতেই হয় তবে যেন আল্লাহর নামেই কসম করে। নতুবা চুপ করে থাকে। (সহীহ বুখারী, হাদীস ৬৬৪৬)
--সংগ্রহিত
#শির্ক
আমাদের জিহ্বা দিয়ে ১৯ টি মারাত্বক পাপ সংঘিত হতে পারে !!
সেগুলো হচ্ছে নিম্নোরূপঃ---
১) কারও নাম খারাপ করে ডাকা / নাম ব্যাঙ্গ করা।
২) খারাপ ঠাট্টা বা বিদ্রূপ করা।
৩) অশ্লীল ও খারাপ কথা বলা।
৪) কাউকে গালি দেয়া।
৫) কারও নিন্দা করা।
৬) অপবাদ দেয়া।
৭) চোগলখুরী করা।
৮) বিনা প্রয়োজনে গোপনীয়তা ফাঁস করে দেয়া।
৯) মোনাফিকী করা ও দুই মুখে (দ্বিমুখী) কথা বলা।
১০) বেহুদা ও অতিরিক্ত কথা বলা।
১১) বাতিল ও হারাম জিনিস নিয়ে আলোচনা করে আনন্দ লাভ করা।
১২) কারও গীবত করা।
১৩) খারাপ উপনামে ডাকা।
১৪) কাউকে অভিশাপ দেয়া।
১৫) কাউকে সামনা-সামনি বা সম্মুখে প্রশংসা করা।
১৬) মিথ্যা স্বপ্ন বলা।
১৭) অনর্থক চিৎকার বা চেঁচামিচি করা।
১৮) জীহ্বা দিয়ে হারাম বস্তুর স্বাদ নেয়া, গ্রহন করা বা খাওয়া।
১৯) জীহ্বা দিয়ে খরাপ অর্থে কাউকে কোন ভঙ্গি করা বা দেখানো।
পরিশেষে বলব, আমরা যেন নিম্নোক্ত হাদিসটির উপর আমল করতে উদ্যোগী হই-
★সাহাল ইবনে সায়াদ (রা:) হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ্ (স:) বলেছেন, "যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ ( জিহ্বা ) এবং দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ ( লজ্জাস্থান ) হেফাজতের নিশ্চয়তা দেবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব।" [ বুখারী শরীফ- ৬৪৭৪ ]
মহান আল্লাহ্ আমাদেরকে মুখ তথা জিহ্বাকে হেফাজত করার তৌফিক দান করুন..
আমিন।
.jpg)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন